ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

এপিএর মূল্যায়ন

সেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ঢাবি

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৪:২০ অপরাহ্ন

mzamin

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়নে প্রথম হয়েছে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সবচেয়ে খারাপ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

২০১৪-১৫ অর্থবছর থেকে দেশে এপিএ ব্যবস্থা চালু করা হয়। এতে সরকারি দপ্তরগুলো কি কি করবে, তার কথা উল্লেখ থাকে। এরপর সেগুলো কতটুকু অর্জন হলো তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।

ইউজিসি সূত্রমতে, ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৯৯ দশমিক ৪৭ নম্বর পেয়েছে। দ্বিতীয় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮।

এ ছাড়াও নম্বরের ভিত্তিতে ১০-এর তালিকার মধ্যে থাকা বাকি আটটি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এপিএ মূল্যায়নে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ১০০-এর মধ্যে ১১ দশমিক ৪৭। এ ছাড়া পিছিয়ে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নম্বর ১৪ দশমিক ৩৯ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ১৯ দশমিক ৯০।

 

বিজ্ঞাপন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status