ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। গতকাল দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এম খুরশীদ হোসেন বলেন, র‌্যাব আগের চেয়ে আরও বেশি দক্ষ। জঙ্গিরা যত স্মার্ট হোক না কেন, র‌্যাব আরও বেশি স্মার্ট। পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার নজরদারি করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আছে। জঙ্গিদের যেকোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‌্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন
প্রতিমা বিসর্জনের দিন র‌্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা পূজার উপকরণাদি ভাঙা, ডাকাতি, চুরি ইত্যাদি সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে। ভার্চ্যুয়াল জগতে যেকোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। সম্প্রতি ‘হিজরতের’ নামে ৫০ থেকে ৬০ জন তরুণের বাড়ি ছাড়ার তথ্য পাওয়ার কথা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি পূজায় কোনো হুমকি তৈরি করবে কিনা জানতে চাইলে র‌্যাবের ডিজি বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে র‌্যাব। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারবো বলে মনে করি। আমি আশ্বাস দিতে চাই র‌্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট। জঙ্গিরা যত স্মার্টই হোক, কোনো ধরনের সফলতা পাবে না। র‌্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ২৫শে সেপ্টেম্বর থেকে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। ১লা থেকে ৬ই অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমসহ ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসময় র‌্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদ্যাপনের পরামর্শ দেন। আরও উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক র‌্যাব-১, পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং), র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান এবং র‌্যাব সদর দপ্তরের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status