ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফাতেমার বাঁচার আকুতি

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২২, সোমবার, ১:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৩ অপরাহ্ন

mzamin

সাত সন্তানের জননী নও মুসলিম ফাতেমা (৪২) মরণব্যধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাপিত হচ্ছেন। সুচিকিৎসার অভাবে আর্থিক অনটনের কারণে যেকোন মুহূর্তে নিভে যেতে পারে তার জীবনের প্রদীপ। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিলো মহারানী চক্রবর্তী। বর্তমানে তার নাম ফাতেমা বেওয়া। স্বামী মৃত্যুর পর ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ২০১৮ সালের ১লা আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হলফনামার মাধ্যমে তার সনাতন ধর্ম ত্যাগ করে তিনি ও তার ৪ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার স্থায়ী ঠিকানা-৪, সিটি কলোনী, মিরপুর (গাবতলী), ঢাকা ১২১৬ । বর্তমানে তিনি সহায় সম্পত্তি হারিয়ে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ জয়নাল মাস্টারের বাড়ীতে অতি কষ্টে অনাহার/অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। তার সাতটি সন্তানের মধ্যে ২ বার করে ৫ টি যমজ সন্তান জন্ম গ্রহণ করেন। দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি অতি কষ্টে জীবন অতিবাহিত করছেন। প্রতিদিন তার প্রায় আড়াই হাজার টাকার ইনজেকশন ও ঔষধপত্র সহ রক্তের প্রয়োজন হয়।

বিজ্ঞাপন
এরপরও অনাথ সাতটি সন্তানের প্রতিদিন মুখের আহারের ব্যবস্থা করতে হয় তাকে। আগে তিনি নিজেই সেলাই মেশিনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এখন শারীরিক অসুস্থতা মারাত্মক আকার ধারণ করার কারণে, সংসার চালাতে পারছেন না। তাই তিনি দেশের বিত্তবান, দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- বিবি ফাতেমা মোবাইল-  ০১৯৪৭-০৯৫৪৮৬ (বিকাশ পারসোনাল)। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status