ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল ১০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২২, রবিবার, ৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ অপরাহ্ন

আগামী ১০ই ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিল করবে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাতান্ত্রিক দল (জেএসডি)। এ উপলক্ষে ১০১ সদস্যের ‘কেন্দ্রীয় কাউন্সিল-২২ প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন তানিয়া রব ও সদস্য সচিব হিসেবে রয়েছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। রবিবার আ স ম রবের উত্তরার বাসভবনে স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসময় জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেন, বিদ্যমান অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের পতন, অমানবিক নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থার উচ্ছেদ, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে।
তিনি বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি। এবার জনগণের আকাক্সক্ষাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের রূপ হবে গণআন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থানমূলক। বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, আঞ্চলিক ও ভূরাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির বন্ধ্যাত্ব এবং সীমাবদ্ধতাকে গভীরভাবে পর্যালোচনা করতে না পারলে বাংলাদেশের অখণ্ডতা চরম ঝুঁকিতে পড়বে।
সভায় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য রাখেন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status