ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বাঁচার আকুতি মেধাবী শক্ষার্থী মীমের

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
৩ অক্টোবর ২০২২, সোমবার
mzamin

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি হারতে চাই না। আমি বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার পড়ালেখা করতে চাই। আমি ডাক্তার হতে চাই। আপনারা আমাকে বাঁচান। বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস। এমনই একজন তুখোড় মেধাবী শিক্ষার্থী পাবনার উম্মে কুলসুম মীম (১৯)। চিকিৎসক হওয়ার স্বপ্নে মেডিকেলে ভর্তির প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনিজনিত সমস্যায় এখন মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে তাকে। দেশে ও ভারতের চেন্নাইয়ে বিভিন্ন রকমের পরীক্ষা- নিরীক্ষা আর চিকিৎসায় ইতিমধ্যে পরিবারটির খরচ হয়ে গেছে প্রায় ৭ লাখ টাকা। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম।

বিজ্ঞাপন
এখন প্রতি সপ্তাহে ৩ বার করে ডায়ালাইসিস করতে হচ্ছে তার। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বাঁচার আকুতি জানিয়েছেন মীম ও তার পরিবার। জানা গেছে, পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া জগন্নাথপুর গ্রামের মৃত আবু মিরাজ ও মোছা: নুরজাহান পারভীন দম্পতির দুই মেয়ে, এক ছেলের মধ্যে দ্বিতীয় উম্মে কুলসুম মীম। আবু মিরাজ ছিলেন একই স্কুলের শিক্ষক। মা গৃহিণী। ২০২০ সালে করোনার মধ্যে চোখে ঝাপসা দেখা শুরু করেন মীম। সেইসঙ্গে তার উচ্চমাত্রার প্রেসার দেখা দেয়। প্রথমে চক্ষু হাসপাতাল, সেখান থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল ও হৃদরোগ ইনস্টিটিউটে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হলে তারা পরীক্ষা- নিরীক্ষা করে মীমের দু’টো কিডনিতেই সমস্যা চিহ্নিত করেন। সেখান থেকে জাতীয় কিডনি ইনস্টিটিউটে দেখানো হলে একই সমস্যা ধরা পড়ে। মীমের মা নুরজাহান পারভীন বলেন, মেয়েটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় প্রতিদিন সেই চিন্তায় আমি ঘুমাতে পারি না। তার মতো এত ব্রিলিয়ান্ট একজন ছাত্রী কি অকালে ঝরে যাবে, মানতে পারছি না কিছুতেই। তাই প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই, তিনি যেন আমার মেয়েটার চিকিৎসার দায়িত্ব নেন। তার কিডনি ট্রান্সপ্লান্ট করে দেয়ার ব্যবস্থা করেন। সবার সহযোগিতায় হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারেন মেধাবী শিক্ষার্থী মীম।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status