ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিএনএ’র আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৭:০৪ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে বিএনএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে বিএনএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ থেকে পৃথক কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- হাসপাতালের উপপরিচালক ডা. মো. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, সিনিয়র স্টোর অফিসার ডা. সোহেল আলম রাফি, সেবা তত্ত্বাবধায়ক মোছা. ফেরদৌসী আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক ভারতী রানী আচার্য্য, নার্সিং সুপারভাইজার বদরুন্নাহার ও তৃপ্তি রানী দত্ত।
বিএনএ কেন্দ্রীয় মহাসচিব ইসরাইল আলী সাদেকের সভাপতিত্বে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে বিএনএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ সভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন, সহ সভাপতি (সিলেট মহানগর) মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) অরবিন্দু চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক (সিলেট মহানগর) মাসুদ আহমদ খান, কেন্দ্রীয় উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, গোলাম রাব্বানী, শিউলী সুলতানা ও সাথী রানী বিশ্বাস প্রমুখ। 
নার্সিং কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শাহিনা বেগম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আরটিএমআই নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী, সুরমা নার্সিং কলেজ সিলেটের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন, আল আমিন নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলী আক্তার, মিডওয়াইফারি ইনস্টিটিউট এফআইভিডিবি সিলেটের অধ্যক্ষ ইলা রানী দেব, সীমান্তিক নার্সিং কলেজের ইন্সট্রাক্টর পিংকী চৌধুরী, সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ আসমা আক্তার ও জালালাবাদ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মুন্নী দেব তৃণা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ভ্রান্তি বালা দেবী, মো. আমিনুল ইসলাম, আসমা আক্তার, আফরোজা সুলতানা, রওশন আক্তার, সুমন চন্দ্র দেব, সানি আহমদ, মো. কিবরিয়া খোকন, মোসা. কনক লতা, মুন্নী দেব, সমীর চন্দ্র দাস, তারিক হাসান, এনায়েত আল আমিন, সুলতান মোহাম্মদ সুলেমান, সাব্বির আহমেদ তপাদার, জিয়াউর রহমান, তানজিনা, ফরিদা ইয়াসমিন, সুমিত্রা, রিপন ও মিজানুর রহমান প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status