ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সাবমেরিন ঘাঁটি সম্প্রসারণ করছে চীন, ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ১২:৫০ অপরাহ্ন

mzamin

দক্ষিণ চীন সাগরে সাবমেরিন ঘাঁটি প্রসারিত করছে বেইজিং। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চীন সেখানে নতুন দুটি জাহাজ ঘাট নির্মাণ করছে। ডিফেন্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জুলাই ম্যাক্সার টেকনোলজিস এ ছবি তুলেছে। গুগল আর্থে প্রকাশিত ছবিতে, চীনের হাইনান দ্বীপের দক্ষিণ প্রান্তে ইউলিন নৌঘাঁটির সাইটে বিদ্যমান চারটি জেটিকে যুক্ত করে নির্মাণাধীন দুটি নতুন জেটির কাঠামো দেখা গেছে।
নতুন জেটিগুলো বিদ্যমান জেটির উত্তর এবং দক্ষিণে নির্মিত হচ্ছে, যা নতুন পুনরুদ্ধার করা জমির সঙ্গে সংযুক্ত বলে মনে হচ্ছে। উত্তরের নতুন জেটিতে একটি ড্রেজারও দেখা গেছে স্যাটেলাইট ছবিতে।

গুগল আর্থের হিসাব অনুসারে, এটি ৫৭৩ ফুট লম্বা এবং ৬৭ ফুট চওড়া। আর দক্ষিণের জেটিটি ৭৮০ ফুট লম্বা এবং উত্তরের অংশের সমান প্রস্থের।

নৌঘাঁটির আগের স্যাটেলাইট ছবিতে পুনরুদ্ধার করা জমি বা জেটির কাঠামো দেখা যায়নি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেই ছবি তোলা হয়েছিল।
ঘাঁটিটি চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর দক্ষিণ সাগর ফ্লিটের একটি বৃহৎ নৌ কমপ্লেক্সের অংশ। যা পারমাণবিক শক্তিচালিত এবং ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন দিয়ে সজ্জিত।

এর মধ্যে রয়েছে ছয়টি টাইপ ০৯৪, বা জিন- ক্লাস, পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবস, যার মধ্যে তিনটি ঘাঁটিতে নোঙর করা দেখা গেছে ম্যাক্সারের ছবিতে। এ ছাড়া একটি ছোট সাবমেরিন, যার পরিমাপ ১০৭ মিটার (৩৫১ ফুট), যেটি টাইপ ০৯৩ বা  শ্যাং-ক্লাস পারমাণবিক শক্তিচালিত সাব হতে পারে বলে মনে করা হচ্ছে। ছবিতে একটি জেটি সংলগ্ন সেটিকে দেখা গেছে। 
ইউলিনের একটি সাবমেরিন গুহাও রয়েছে, যা পাহাড়ের পাশে সুড়ঙ্গযুক্ত।

বিজ্ঞাপন
এ ছাড়াও সেখানে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এবং যোদ্ধাদের থাকার জন্য একটি নতুন ড্রাই ডকও তৈরি করা হচ্ছে।

এগুলো এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যে জাহাজগুলো, যা ল্যান্ডিং ক্রাফ্ট বা হেলিকপ্টারের মাধ্যমে সৈন্য পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। তাইওয়ানে চীনের যেকোনো আক্রমণের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ।

চীন প্রায়ই দক্ষিণ চীন সাগরের দেশগুলোর আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করছে। শুধু তাই নয়, সন্দেহ করা হচ্ছে বেইজিং এই অঞ্চলে বর্তমানে রাশিয়ার সহায়তায় সামরিক কার্যক্রম চালাচ্ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
সূত্র: ডিফেন্স নিউজ
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status