ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

মন্ত্রীশূন্য তিন বড় পুজো?

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:৪৮ পূর্বাহ্ন

তিনটি পুজোই রাজ্যের ডাকসাইটে মন্ত্রীদের পুজো বলে চিহ্নিত। এই তিন পুজোই অবশ্য মন্ত্রীশূন্য। গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের পুজো, উত্তর কলকাতার লালবাগান নবারুণ সংঘের পুজো আর নাকতলা উদয়ন সংঘের পুজো। একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজোর সঙ্গে জড়িয়ে আছে ডাকাবুকো মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর নাম। পঞ্চাশ বছরের বেশি সময় এই পুজো করছেন সুব্রত। পুজোর সংকল্প নিজে বসে থেকে করতেন। গত অক্টোবর এ প্রয়াত হন তিনি। সুব্রত মুখোপাধ্যায় এর পুজো বলে চিহ্নিত এভারগ্রিন এর উদ্বোধনে মঙ্গলবার সন্ধ্যায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় সুব্রতদার স্মৃতিচারণ করবেন তিনি।  মন্ত্রী সাধন পান্ডের পুজো ছিল উত্তর কলকাতার মানিকতলার কাছে লালাবাগান নবাঙ্কুর সংঘের পুজো।

বিজ্ঞাপন
মন্ত্রী বিহনে এবার পুজোর জৌলুস একটু ম্লান। ফেব্রুয়ারিতে চলে গেছেন সাধন পান্ডে। তাঁর স্মরণে রক্তদান বস্ত্রদান চলছে। এভাবেই লালাবাগান স্মরণ করছে তার প্রাণপুরুষকে। তবে, নাকতলা উদয়ন সংঘের প্রধান পৃষ্ঠপোষক পার্থ চট্টোপাধ্যায় এর নামও কেউ নিচ্ছে না। পার্থ এখন দুর্নীতির দায়ে জেলে। আগে এই পুজোর উদ্বোধনে রৌনক থাকতো, আসতেন মুখ্যমন্ত্রী, কত চিত্রতারকা. এবার উদ্বোধন করছেন প্রথম মহিলা ট্যাক্সি ড্রাইভার মনীষা মৃধা, প্রথম মহিলা মিনি বাস ড্রাইভার মিনতি পোদ্দার কিংবা প্রথম মহিলা মৃৎশিল্পী চায়না পাল এর মত ব্যক্তিত্বরা। নাকতলা উদয়ন যেন ধাক্কা খেয়ে অসাধারণ থেকে সাধারণে ফিরেছে।                
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status