ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিলেন পুতিন

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন

mzamin

মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ৭২ বিদেশিকে রাশিয়ার নাগরিকত্ব দেয়া হয়েছে এবং এরমধ্যে স্নোডেনের নামও রয়েছে। ২০২০ সালে নাগরিকত্বের আবেদন করেছিলেন তিনি। তার স্ত্রীও এখন নাগরিকত্বের আবেদন করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়েছে, নাগরিকত্ব পাওয়া নিয়ে এখনও নিজে থেকে কিছু জানাননি স্নোডেন। সামাজিক মাধ্যমে যদিও অনেকে মজা করে বলছেন যে, স্নোডেনকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানোর জন্য নাগরিকত্ব দিয়েছে রাশিয়া। যদিও আসলে সেটি সম্ভব নয়। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা নেটিজেনদের জানিয়েছেন, স্নোডেন রুশ সশস্ত্রবাহিনীর রিজার্ভে ছিলেন না এবং এজন্য আইনত তাকে রুশ সশস্ত্রবাহিনীতে যোগদানের জন্য ডাকা যাবে না। 

উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক এই সদস্য ২০১৩ সালের জুনে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত গোপন নজরদারি কার্যক্রম সম্পর্কিত বিপুল সংখ্যক অতি গোপনীয় নথি প্রচারমাধ্যমের কাছে ফাঁস করে দেন। এরপরই তিনি রাশিয়ায় পালিয়ে যান। রাশিয়া তাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখানেই পূর্ণ নিরাপত্তায় রয়েছেন তিনি।

বিজ্ঞাপন
তবে এতদিন তিনি নাগরিকত্ব পাননি। রাশিয়ার নাগরিকত্ব পেতে হলে ন্যূনতম কয়েক বছর দেশটিতে থাকতে হয়। স্নোডেন সেই শর্ত পূরণ করায় আইনত নাগরিকত্ব দেয়া হয়েছে তাকে। 

যুক্তরাষ্ট্রে এখনও স্নোডেনের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে এবং তাকে ফেরত নিতে অনেক চেষ্টা করেছে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে বলেছিলেন, স্নোডেন রাশিয়ায় থাকার সময় লো প্রোফাইলে থাকেন। তিনি মোটেও কোনো বিশ্বাসঘাতক নন। 

২০১৩ সালের মে মাসে স্নোডেন যুক্তরাষ্ট্র থেকে চীনের হংকংয়ে যান এবং সেখান থেকেই এই গোপনীয় মার্কিন নথি ফাঁস করতে শুরু করেন। ২৩ জুন তিনি সেখান থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত 'শেরেমেতিয়েভো এ. এস. পুশকিন আন্তর্জাতিক বিমানবন্দরে' পৌঁছান। যদিও তার উদ্দেশ্য ছিল লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে আশ্রয় নেয়া। দেশটি যুক্তরাষ্ট্র থেকে পলাতকদের নিরাপদ আশ্রয় দেয়ার জন্য পরিচিত ছিল। কিন্তু স্নোডেনের মার্কিন নাগরিকত্ব বাতিল করায় সেটি আর সম্ভব হয়নি। ফলে স্নোডেন শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিটে আটকা পড়ে যান এবং ৩৯ দিন তাকে সেখানেই অবস্থান করতে হয়।

১ আগস্ট রুশ সরকার স্নোডেনকে এক বছরের জন্য সাময়িক রাজনৈতিক আশ্রয় প্রদান করে এবং অবশেষে তিনি শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট ত্যাগ করতে সক্ষম হন। ২০১৪ সালের আগস্টে স্নোডেনকে প্রদত্ত রুশ সরকারের সাময়িক রাজনৈতিক আশ্রয়ের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু রুশ সরকার তাকে তিন বছরের জন্য রাশিয়ায় অবস্থানের অনুমতি প্রদান করে। ২০১৭ সালের জানুয়ারিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, স্নোডেনের রাশিয়ায় অবস্থানের সময়সীমা ২০২২ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অবশেষে ২০২২ সালে তিনি রাশিয়ার নাগরিকত্ব পেলেন।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status