ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮ জন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২১ পূর্বাহ্ন

mzamin

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৫৯ জনে।  গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৭১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৫৭২ জন। ৭১৮ জনের মধ্যে রাজধানীতেই ৫৭৩ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

বিজ্ঞাপন
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫  শতাংশ। ২৪ ঘণ্টায় পুরুষ ৩ জন এবং নারী ৩ জন মারা গেছেন।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৪০ জন এবং নারী ১০ হাজার ৬১৯ জন। 
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬০৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status