ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

লক্ষ্মীপুরে সড়কে সুড়ঙ্গ, যান চলাচল বন্ধ, দুর্ভোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১১:১২ পূর্বাহ্ন

mzamin

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের শেখের কিল্লা এলাকায় সড়কে সুড়ঙ্গ হয়ে দু-পাশ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্ত এলাকার হাজারো মানুষ। রোববার বিকেল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণে রাস্তার পূর্ব পাশ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় শতাধিক পরিবারের ঘর বাড়ি পানিতে ডুবে যায়। উপজেলা প্রাশসন ও চেয়ারম্যানের নিকট পানি যাওয়ার পথ তৈরি করতে আবেদন করা হয়। কেউ কোন উদ্যোগ না নেয়ায় স্থানীয়রা মিলে সড়কের দু' জায়গা দিয়ে বোরিং করে পাইপ দেয়ার চেষ্টা  করেন। এক জায়গায় পাইপ দিতে পারলেও অন্য জায়গায় পাইপ দেয়া সম্ভব হয়নি। এতে পানির চাপে বিশাল সুড়ঙ্গ সৃষ্টি হয়। এরপর জলাবদ্ধতা দূর ও পানি সরানোর জন্য রাস্তার নিচ দিয়ে ছিদ্র করে পানি নিষ্কাশনের উদ্যোগ স্থানীয়রা। এতে করে সড়কের নিচে বিশাল সুড়ঙ্গ তৈরি হয়।

বিজ্ঞাপন
ফলে রাস্তার দু-পাশে ধসে পড়ে যায়। এ কারণে রোববার বিকেল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়ে এ অঞ্চলের হাজারো মানুষ। দ্রুত সমস্যা সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার দাবী জানান স্থানীয়রা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক ও জনপথ বিভাগকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু সড়কটি জনপথ বিভাগের, সেকারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুই করা যাচ্ছে না। তারপরও যেন দ্রুত সময়ে সমস্যা সমাধান করা যায়। সে বিষয়টি সামনে নিয়ে কাজ করা হচ্ছে।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগেরর সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, সড়কের নিচ দিয়ে ছিদ্র করে পানি যাতায়াতের জন্য সুড়ঙ্গ করে স্থানীয়রা। সড়ক ও জনপথ বিভাগকে কেউ জানায়নি বা অনুমতিও নেয়নি। এই সুড়ঙ্গের কারণে সড়ক ধসে যায়। ফলে সড়কের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছেন তিনি। তবে সড়কের যেস্থানে ধসে গেছে। সেটা মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status