ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সূর্যকুমার ও কোহলির ব্যাটে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন

mzamin

প্রথম দুই টি-টোয়েন্টিতে এক একে সমতা থাকায় ভারত-অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে সূর্যকুমার যাদব ও কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলে ৬ মেরে লক্ষ্যটাকে ৫ বলে ৫ রানে নামিয়ে আনেন কোহলি। পরের বলে কোহলি (৬৩) আউট হয়ে যাওয়ার পর একটু নাটকীয়তার সম্ভাবনা জেগেছিল। তবে এক বল বাকি থাকতে চার মেরে যেটির সমাপ্তি টেনে দেন হার্দিক পান্ডিয়া। ভারত সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। ড্যানিয়েল স্যামসের বলে ম্যাথু ওয়েডকে ক্যাচ দিয়ে ফেরেন লোকেশ রাহুল (১)। ১৭ রানে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ায় কোহলির সঙ্গে তাঁর জুটিটাও বেশি বড় হয়নি। কামিন্সের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে স্যামসকে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক।

দ্রুত ২ উইকেট হারিয়েও অবশ্য পথ হারায়নি ভারত। সূর্যকুমারকে নিয়ে দারুণ এক জুটি গড়েন কোহলি।

বিজ্ঞাপন
ঝোড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন এ দুজন। ৯ ওভারে ভারতের রান ছিল ২ উইকেটে ৮১।

১০ ওভার শেষে তিন অঙ্কের ঘরে পৌঁছায় স্বাগতিকেরা। ২৯ বলে নিজের ফিফটি তুলে নিয়ে দলকে জয়ের পথে আরেকটু এগিয়ে দেন সূর্যকুমার। ভারতকে ভালো অবস্থানে পৌঁছে দিয়ে ফেরেন সূর্যকুমার। কোহলির সঙ্গে ৬২ বলে ১০৪ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।

৩৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় করেছেন ৬৯ রান, স্ট্রাইকরেট ১৯১.৬৬। সূর্যকুমার তাঁর কাজ করে গেছেন। বাকিটুকু সেরেছেন কোহলি–পান্ডিয়া। শেষ ২৪ বলে ভারতের প্রয়োজন ছিল ৩৯ রান। শেষ ১২ বলে কোহলি ও হার্দিক পান্ডিয়ার জুটির সামনে এই লক্ষ্য নেমে আসে ২১ রানে। কোহলি ৪৮ বলে ৬৩ রান করে ফেরেন। ১৬ বলে ২৫ রান করে দলকের জয় নিশ্চিত করেন পান্ডিয়া।

 এর আগে অস্ট্রেলিয়া থামে ৭ উইকেটে ১৮৬ রানে। ওপেনার ক্যামেরন ভালো করলেও  টপ অর্ডারে ব্যাটিং করা অ্যারন ফিঞ্চ (৭), স্টিভেন স্মিথ (৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (৯) রানের বেশি করতে পারেননি। ক্যামেরন ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫২ রানের টর্নেডো ইনিংস খেলেন। এছাড়া টিম ডেভিড ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটারদের মধ্যে কেবল জশ অ্যাঙ্গলিশ ২২ বলে ২৪ ও ড্যানিয়েল সামস ২০ বলে ২৮ রানের  ইনিংস খেলতে পেরেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর, চাহাল ও প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status