ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বাড্ডায় বিএনপি’র সমাবেশ

এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মোশাররফ

স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুরবস্থার মধ্যে আজ দেশ নিপতিত। সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। এ জন্য সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। গতকাল বিকালে বাড্ডা হাইস্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি (গুলশান জোন) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের    
লোডশেডিংসহ নিত‍্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ড. খন্দকার মোশাররফ বলেন, আজকে আমরা যে কারণে সমাবেশ করছি এটা বিএনপি’র কোনো ইস্যু নয়, এটা দেশের ১৮ কোটি মানুষের ইস্যু। সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে বিদেশে টাকা পাচারের কারণে দেশকে দেউলিয়া করে ফেলেছে। সরকার হঠাৎ শতকরা ৫০ শতাংশের বেশি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন। আওয়ামী সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী বলেছিলেন লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন
অথচ আজকে লোডশেডিংয়ের কারণে মানুষের জীবন বিপর্যস্ত। অর্থনীতি ধ্বংসের কিনারায় চলে গেছে। এর একমাত্র কারণ সরকারের দুর্নীতি ও বিদেশে টাকা পাচার।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এই সরকারকে হাইব্রিড সরকার উপাধি দেয়া হয়েছে। কারণ, যেদেশে গণতন্ত্র নেই, সেই দেশে মানবাধিকার নেই। মানবাধিকার লঙ্ঘনের জন্য র‍্যাবকে আমেরিকা স্যাংশন দিয়েছে। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, বর্তমান পুলিশ প্রধানসহ সরকারের উচ্চপদস্থ ৬ কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেয়া হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার একমাত্র কারণ আজকের এই অবৈধ সরকার।
তিনি বলেন, যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে বারবার হত্যা করেছে। ১৯৭৪ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দুর্ভিক্ষ হয়েছিল। আর বিএনপি সব সময় গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আমাদের সকলের দায়িত্ব এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনে অর্থনীতিকে মেরামত করা। সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমাদের সামনে একটাই টার্গেট। এ সরকারের পদত্যাগ ঘটিয়ে অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করা। কোনো ইভিএম মার্কা ডাকাতি চলবে না। জনগণ নিজের হাতে নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও এবিএম রাজ্জাকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

 

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status