ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

করোনা শনাক্ত ৫৭২ আরও দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৫৭২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতেই ৪৬৫ জন শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ২১ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১২ শতাংশ। এ সময়ে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৫৮ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞাপন
এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক  শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫  শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৩৭ জন এবং নারী ১০ হাজার ৬১৬ জন। 
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫০৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী শনাক্ত হয়েছেন।ন

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status