ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সমর্থকদের বর্ণবাদী আচরণে শাস্তি পেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার
mzamin

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে শাস্তি পেল জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটিকে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। বিভিন্ন কারণে শাস্তি দেওয়া হয়েছে দুই ফরাসি ক্লাব নিস, মার্সেই এবং জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকেও। এক বিবৃতিতে উয়েফা জানায়, আর্থিক জরিমানা ছাড়াও জুভেন্টাসকে তাদের হোম ম্যাচে গ্যালারির এক অংশ খালি রাখার শাস্তি দেওয়া হয়েছে, তবে এক বছরের জন্য এটা স্থগিত থাকবে। আগামী এক বছরের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে জুভেন্টাসের স্টেডিয়ামের ওপর নিষেধাজ্ঞাটি কার্যকর হবে। গত ৬ই সেপ্টেম্বর পিএসজির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরে যায় জুভেন্টাস। ওই ম্যাচে বর্ণবাদী আচরণের কারণে জুভেন্টাসের কয়েকজন সমর্থককে গ্রেপ্তার করা হয়। জুভেন্টাস ছাড়াও বিভিন্ন কারণে শাস্তি দেওয়া হয়েছে দুই ফরাসি ক্লাব নিস, মার্সেই এবং জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। গত ৮ই সেপ্টেম্বর ইউরোপা কনফারেন্স লীগে জার্মান ক্লাব কোলনের বিপক্ষে নিসের ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী হোম ম্যাচে নিসকে খেলতে হবে দর্শকশূন্য মাঠে।

বিজ্ঞাপন
স্টেডিয়ামে উয়েফার বর্ণবাদ বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করতে হবে তাদের। গত ১৩ই সেপ্টেম্বর আইনট্রাখটের বিপক্ষে ম্যাচে মার্সেইয়ের সমর্থকরা অস্থিতিশীল অবস্থা তৈরি করায় শাস্তি পেয়েছে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের পরবর্তী হোম ম্যাচে মার্সেইকে তাদের স্টেডিয়ামের একাংশ দর্শকশূন্য রাখতে হবে। আইনট্রাখটকেও তাদের সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status