ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

তামিলনাড়ুতে খেলতে যাবে বাংলাদেশ ‘এ’

স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার
mzamin

অক্টোবরের প্রথম সপ্তাহে তামিল নাড়ু রাজ্য দলের বিপক্ষে খেলতে চেন্নাই যাবেন মুমিনুল হকরা। সফরে দুটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ খেলবে এ দল। গতাকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই সফরের কথা নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু। তিনি বলেন,  ‘আফগানিস্তানের সঙ্গে যেটা হওয়ার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে সেটি বাতিল হয়েছে। সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য তামিল নাড়ুর রাজ্য দলের সঙ্গে একটি সিরিজ ঠিক করা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে সূচি চূড়ান্ত হবে। তামিল নাড়ুতে যাবে এ দল। সেখানে তাদের সঙ্গে খেলবে।’  ‘এ’ দলের ভারত সফরে চারদিনের ম্যাচগুলো থাকছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দেখা যেতে পারে একদিনের সিরিজে। ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে এই সফর তাদের জন্য হতে পারে প্রস্তুতির মঞ্চ।

বিজ্ঞাপন
 এদিকে নেপাল ক্রিকেট বোর্ড থেকেও একটি সফরের আমন্ত্রণ পেয়েছিল বিসিবি। সেখানে একটি দল পাঠানোর ভাবনাও ছিল। তবে জাতীয় লীগের কারণে নেপালে আপাতত কোন দল পাঠাবে না বিসিবি, এ বিষয়ে তানভির আহমেদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের একটি একাদশ নেপালে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় জাতিয় লিগ চলবে। বিসিবি একাদশে নেপালে গেলে আমাদের বেশ কিছু খেলোয়াড় থাকছে না, যেটা জাতীয় লিগে প্রভাব ফেলবে। সেই কারণে নেপাল আপাতত স্থগিত করা হয়েছে। পরে যদি কখনো সময় সুযোগ হয় তখন যাওয়া যেতে পারে।’  এ মাসেই সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদেরও খেলার কথা ছিল সিরিজটি। তবে আফগানিস্তান সিরিজ বাতিল করে দেয় অর্থনৈতিক সংকটে। চেষ্টা চালিয়ে অবশ্য বিসিবি অক্টোবর মাসেই আরেকটি গন্তব্য ঠিক করে নিয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status