ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

৪ বছর পর নিজেদের ডেরায় হার স্পেনের

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১২:০০ অপরাহ্ন

mzamin

গত ৪ বছরের মধ্যে ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেলো স্পেন। শনিবার নেশনস লীগের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে পরাজিত হয় তারা। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ কোনো হোম ম্যাচে হেরেছিল স্পেন। এই হারে পর্তুগালের কাছে শীর্ষ স্থান খুইয়েছে স্পেন। নেশনস লীগের সেমিফাইনালে যাওয়া কঠিনই হয়ে গেলো তাদের জন্য। লুইস এনরিকের শিষ্যরা ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এ২ গ্রুপে ২ নম্বরে নেমে গেছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পর্তুগাল। মঙ্গলবার তাদের বিপক্ষেই ষষ্ঠ ও শেষ ম্যাচ খেলতে নামবে স্পেন। সেমিফাইনালে যেতে জয় ছাড়া বিকল্প নেই তাদের। ৬ পয়েন্ট থাকায় নিজেদের শেষ ম্যাচ জিতলেও সেমিতে যেতে পারবে না সুইজারল্যান্ড।

লা রোমারেদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যানুয়েল আকাঞ্জির ২১তম মিনিটে নেয়া হেডে লিড পায় সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন
বিরতির পর সমতা আনে স্পেন। ৫৫তম মিনিটে গোল করেন বার্সেলোনা ডিফেন্ডার জর্ডি আলবা। তবে ৫৮তম মিনিটে এরিক গার্সিয়ার আত্মঘাতী গোল ভাগ্য নির্ধারণ করে দেয় ম্যাচের। 
ঘরের মাঠে সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছিল স্পেন। এরপর নিজেদের ডেরায় সব প্রতিযোগিতায় টানা ২১ ম্যাচ অপরাজিত ছিল তারা। সুইজারল্যান্ডের বিপক্ষে হারটি ২০০৩ সালের পর হোম ভেন্যুতে মাত্র দ্বিতীয় হার স্পেনের।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status