ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আর্জেন্টিনা ‘অপরাজিত ৩৪’

জাদু দেখানোর পর মেসির বার্তা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

এস্তোনিয়ার বিপক্ষে আগের ম্যাচে একাই করেছিলেন ৫ গোল। হন্ডুরাসের বিপক্ষে করলেন দুটি। বিশ^কাপের বছরে আগুনে ফর্মে লিওনেল মেসি। গতকাল যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে বল পায়ে জাদু দেখানোর পর বার্তা দিলেন তিনি। জানালেন, কাতারে যাওয়ার আগে আর্জেন্টিনার করণীয় কী। গতকাল হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। এ নিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইলো আর্জেন্টিনা। ২০১৯ সালের ৬ই জুলাই চিলিকে ২-১ গোলে হারিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার এই অজেয় যাত্রা। পথে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ট্রফি এবং ইতালির বিপক্ষে ‘লা ফিনালিসিমা’ জিতেছে আলবিসেলেস্তেরা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ ২৮শে সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে।

বিজ্ঞাপন
ওই ম্যাচে হার এড়াতে পারলেই সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে আর্জেন্টিনা ছুঁয়ে ফেলবে ব্রাজিল, স্পেন ও আলজেরিয়াকে। তখন তাদের সামনে থাকবে শুধু ইতালি (৩৭)।
গতকাল মিয়ামির হার্ডরক স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকদের ১৬তম মিনিটে আনন্দে ভাসান লাওতারো মার্টিনেজ। পাপু গোমেজের অ্যাসিস্ট থেকে হন্ডুরাসের জালে বল পাঠান ইন্টার মিলান ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৬৯তম মিনিটে অভিষিক্ত এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে দ্বিতীয়বারের মতো জালে বল পাঠান তিনি। আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল দাঁড়ালো ৮৮-এ। ম্যাচ শেষে মেসি বলেন, ‘বরাবরের মতোই ভালো লাগছে। আমরা ইতিবাচক ফল পেলাম।’
কাতার বিশ^কাপ সামনে। এর আগে কী করতে হবে তা বলে রাখলেন মেসি। তিনি বলেন, ‘ক্লাব পর্যায়ে নিজেদের সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নিজেদের খেলা উপভোগ করতে হবে। অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন। যাতে মাঠে প্রতিটি মুহূর্ত আমরা এগিয়ে থাকতে পারি। একসঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। যখন প্রস্তুতি নিচ্ছি, সিরিয়াসভাবেই নিচ্ছি। কারণ, বিশ^কাপের প্রথম ম্যাচের আগে খুব বেশি সময় হাতে পাবো না।’
হন্ডুরাস ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে এনজো ফার্নান্দেজের। বেনফিকার ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার নিজের প্রথম ম্যাচেই মেসির গোলে সরাসরি অবদান রাখলেন। এনজো ছাড়াও প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে খেলতে নামেন ২১ বছর বয়সী  উইঙ্গার থিয়াগো আলমাদা। যিনি যুক্তরাষ্ট্রের আটলান্টা ইউনাইটেডে খেলছেন। এনজো-আলমাদার পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘থিয়াগোর ভবিষ্যত উজ্জ্বল। সে খুবই দ্রুত এবং ওয়ান-অন-ওয়ান চ্যালেঞ্জে চমৎকার। এনজো ইন্টিলিজেন্ট। তারা দু’জনই ভালো খেলোয়াড়।’
গত মৌসুমে পিএসজিতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন মেসি। তবে এখন খেলা উপভোগ করছেন তিনি। মেসি বলেন, ‘আমার খারাপ সময় যাচ্ছিল। তবে কখনোই মনে হয়নি শেষ হয়ে গেছি। এ বছরটা ভিন্ন। ক্লাবে, ড্রেসিংরুমে এবং মাঠে এখন আমি আরও স্বাচ্ছন্দ্যবোধ করছি। নিজেকে আবার উপভোগ করা শুরু করেছি।’
অক্টোবরে অনেক ম্যাচ খেলতে হবে মেসিকে। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি। তবে বিশ^কাপ সামনে বিধায় নিজের ফিটনেস নিয়ে খুবই সর্তক মেসি। বাঁ পায়ের জাদুকর বলেন, ‘অনেক ম্যাচ। বিশ্রামের সময় কম। কিন্তু এসবের মুখোমুখি হতেই হবে। যদি নিজের যত্ন না নেয়া হয় তাহলে পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়াতে পারে। আশা করি, বাজে কিছু ঘটবে না।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status