ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পুসকাসের পাশে নেইমার

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার

তারকাবহুল ব্রাজিলের সামনে পাত্তাই পেলো না ঘানা। রিচার্লিসনের জোড়া গোলে প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নরা। আরেকটি গোল আসে মার্কিনহোসের পা থেকে। দুটি অ্যাসিস্ট করেছেন পিএসজি তারকা নেইমার। এর সুবাদে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডে ফেরেঙ্ক পুসকাসকে ছুঁয়েছেন নেইমার। হাঙ্গেরির হয়ে ১৯৪৩ থেকে ১৯৫৬ পর্যন্ত ৮৫ ম্যাচে ৮৪ গোল ও ৫৫ অ্যাসিস্ট করেন পুসকাস। ২০১০ সালে অভিষেকের পর ১২০ ম্যাচে ৭৪ গোল করার পাশাপাশি ৫৫টি গোলে সহায়তা করেছেন নেইমার। এরপর মধ্যে প্রীতি ম্যাচে ৩০টি, বিশ^কাপ বাছাই পর্বে ১৬টি, কোপা আমেরিকায় ৪টি, বিশ^কাপে ৩টি এবং কনফেডারেশন কাপে ২টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের।
ট্রান্সফার মাকের্টের তথ্যানুযায়ী, পুসকাস-নেইমারের পর সর্বাধিক অ্যাসিস্টের তালিকায় রয়েছেন লিওনেল মেসি। ১৬৩ ম্যাচে ৮৮ গোল ও ৫১টি অ্যাসিস্ট মেসির। হাঙ্গেরির আরেক কিংবদন্তি ককসিস ক্যারিয়ারে ৫০টি অ্যাসিস্ট করেছেন।

বিজ্ঞাপন
 শুক্রবার ফ্রান্সের লা হার্ভের স্তাদ ওশেন স্টেডিয়ামে ৯০ মিনিটই বল পায়ে ঘানার ওপর আধিপত্য দেখায় ব্রাজিল। ২১টি শট নেয় সেলেসাওরা। এর মধ্যে অন-টার্গেটে ছিল ৯টি। ঘানা মাত্র একটি শটই লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের নবম মিনিটেই লিড পায় ব্রাজিল। বার্সেলোনা তারকা রাফিনহার সহায়তায় জালে বল পাঠান পিএসজি ডিফেন্ডার মার্কিনহোস। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসন। তার এই গোলে অ্যাসিস্ট করেন নেইমার। বিরতির আগমুহূর্তে রিচার্লিসনকে দিয়ে দ্বিতীয় গোল করান নেইমার। ব্রাজিলের জার্সিতে ৩৭ ম্যাচে ১৬ গোল পেলেন রিচার্লিসন। 
২০২২ সালে কোচ তিতের অধীনে ৭ ম্যাচের ৬টিতেই জিতেছে ব্রাজিল। অন্যটি ড্র। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর টানা ১৪ ম্যাচে অপরাজিত সেলেসাওরা। আসছে মঙ্গলবার ফ্রান্সের পার্ক দি প্রিন্সেসে আরেকটি প্রীতি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status