ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ভারত-পাকিস্তানের দু’রকম রাত

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৭ অপরাহ্ন

mzamin

আগের ম্যাচেই ২০০ রানের লক্ষ্য ১০ উইকেট হাতে রেখে টপকে গিয়েছিল পাকিস্তান। তবে এবার ইংল্যান্ডের দেয়া ২২১ রানের চ্যালেঞ্জ উতরাতে পারেনি বাবর আজমের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৩ রানের বড় হার দেখেছে তারা। এতে ৭ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড। অন্যদিকে, ৮ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে ভারত।

করাচি জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২২১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ওপেনার উইল জ্যাকস ২২ বলে ৪০ রান করেন। চতুর্থ উইকেটে মাত্র ৬৯ বলে ১৩৯* রানের জুটি গড়েন বেন ডাকেট-হ্যারি ব্রুক। ডাকেট ৪২ বলে ৮ চার ও এক ছক্কায় করেন ৭০ রান। ব্রুকস মাত্র ৩৫ বলে ৮ বাউন্ডারি ও ৫ ছক্কায় উপহার দেন ৮১ রানের বিস্ফোরক ইনিংস। পাকিস্তানের হয়ে ৪৮ রানে ২ উইকেট নেন উসমান কাদির।

বিজ্ঞাপন
শাহনেওয়াজ দাহানি ছিলেন সবচেয়ে খরুচে বোলার। ৪ ওভারে দিয়েছেন ৬২ রান। 

জবাবে ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৮, বাবর ৮, হায়দার আলী ৩ এবং ইফতিখার আহমেদ ৬ রান করে সাজঘরে ফেরেন। শান মাসুদের ৪০ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে ডানহাতি পেসার মার্ক উড নেন ২৫ রানে ৩ উইকেট। ম্যাচসেরা হন হ্যারি ব্রুক।

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ কার্টেল ওভারে নেমে আসে ৮ ওভারে। আগে ব্যাট করে ৫ উইকেটে ৯০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৫ বলে ৩১ এবং উইকেটরক্ষরক ম্যাথু ওয়েডের ২০ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। অক্ষর প্যাটেল ১৩ রানে নেন ২ উইকেট। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন  জসপ্রিত বুমরাহ। ২৩ রানে একটি উইকেট নেন তিনি।

৯১ রানের লক্ষ্যটা ভারত পেরিয়ে যায় ৪ বল হাতে রেখেই। অধিনায়ক রোহিত ২০ বলে সমান ৪টি করে চার-ছয়ে ৪৬ রানে অপরাজিত থাকেন। দিনেশ কার্তিক করেন ২ বলে ১০*। ম্যাচসেরা হন রোহিত। আগামীকাল হায়দরাবাদে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status