ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ওসমানীনগর ও বিশ্বনাথে ভোটের হাওয়া

ওয়েছ খছরু, সিলেট থেকে
২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

প্রবাসী শহর সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। উপজেলা ও পৌর নির্বাচনকে   কেন্দ্র করে প্রার্থীরা এখন মাঠে। চলছে হিসাব-নিকাশও। ওসমানীনগর ও বিশ্বনাথ নিয়ে সিলেট-২ আসন। জাতীয় নির্বাচনে গত দুই টার্ম আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করতে পারেননি। ফলে উভয় দলের প্রার্থীরা  শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যান। জোট-ভোটের হিসাবে শরিক দলই পায় অগ্রাধিকার। এবারের উপজেলা ও পৌর নির্বাচনকে ঘিরে ভিন্ন আমেজ এ দুই জনপদে। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীরা নির্বাচনে থাকলেও ধানের শীষ নিয়ে কেউ দাঁড়াবেন না। তবে- স্বতন্ত্র ব্যানারে দু’টি নির্বাচনেই বিএনপি নেতারা মাঠে লড়াইয়ে থাকবেন।

বিজ্ঞাপন
এ কারণে নির্বাচনের আগেই প্রার্থী নিয়ে কঠিন হিসাব-নিকাশ চালাচ্ছে আওয়ামী লীগ। আগামী ২রা নভেম্বর ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভা নির্বাচন। ইতিমধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে। ওসমানীনগর উপজেলায় এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন হতে যাচ্ছে। আর বিশ্বনাথ  পৌরসভায় হচ্ছে ইতিহাসের প্রথম নির্বাচন। এর আগে ইউনিয়ন পরিষদ থাকাকালে নির্বাচন হয়েছিল। তবে- বিশ্বনাথ পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ভোটাররা। ফলে পৌর নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হওয়া নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন প্রার্থী ও ভোটাররা। ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এবার প্রার্থী তালিকা দীর্ঘ। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি ও খেলাফত মজলিসের প্রার্থীরা স্বতন্ত্র ব্যানারে মাঠে সক্রিয়। আওয়ামী লীগ থেকে কে পাবেন নৌকার টিকিট সেটি এখনো নিশ্চিত নয়। 

আওয়ামী লীগের প্রার্থী তালিকায় রয়েছেন; সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল। জগলু চৌধুরী গতবার বিদ্রোহী প্রার্থী হয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। বিদ্রোহী হওয়ার কারণে এবার নৌকা পাওয়া তার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে- জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি পরিচ্ছন্ন এক নেতা। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শামীম আহমদ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ সিলেট সফরে সিলেট সার্কিট হাউসে বক্তৃতাকালে নজর কাড়েন সবার। এ কারণে তিনিও দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এছাড়া- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলুও লবিং চালাচ্ছেন। এই তিনজন থেকে যে কারো ভাগ্যে এবার নৌকার টিকিট জুটতে পারে বলে দলের নেতারা মনে করেন। তারা জানিয়েছেন- গতবার নৌকার প্রার্থী শক্তিশালী না হওয়ার কারণে স্বতন্ত্র ব্যানারে থাকা বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী জয়লাভ করেছিলেন। এবার সেই ভুল আর করতে চায় না আওয়ামী লীগ। 

এ কারণে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীর নাম দলীয় মনোয়ন বোর্ডে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ নির্বাচনে এবারো ধানের শীষ নিয়ে কেউ প্রার্থী হবেন না। তবে-  গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ আব্দুল হেকিম প্রার্থী হওয়ার প্রস্তুতি চালাচ্ছেন। তাদের পক্ষে বিএনপি নেতারাও ভোটে মাঠে সক্রিয় হতে শুরু করেছেন। খেলাফত মজলিস থেকে প্রার্থী হতে পারেন সৈয়দুর রহমান। এদিকে- এবার প্রথমবারের মতো বিশ্বনাথ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে ভোটারের মধ্যে আগ্রহ সবচেয়ে বেশি। তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠে নেমেছেন। তবে- বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মুখোমুখি থাকবেন স্বতন্ত্র ব্যানারে থাকা বিএনপি’র প্রার্থী। এখন পর্যন্ত প্রথম পৌর পিতা হতে আওয়ামী লীগের কয়েকজন মাঠে নেমেছেন। এর মধ্যে রয়েছেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন,  পৌর আহ্বায়ক আব্দুল জলিল জালাল।

 এছাড়া বিএনপি থেকে স্বতন্ত্র হয়ে নির্বাচনে নামতে পারেন উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, কলচেষ্টার বিএনপি নেতা মিসবাহ উদ্দিন। খেলাফত মজলিস থেকে প্রার্থী হতে পারেন উপজেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ। প্রার্থী তালিকা ও হিসাব- নিকাশে নানা সমীকরণ চলছে ওসমানীনগর ও বিশ্বনাথে। দু’টি নির্বাচনেই স্বতন্ত্র ব্যানারে বিএনপি’র শক্তিশালী প্রার্থী থাকবেন। ইলিয়াস পরিবার থেকেও কৌশলে প্রার্থীদের সমর্থন ও সহযোগিতা করা হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন। এ কারণে দু’টিতে জয়ী হতে  যোগ্য প্রার্থী দেওয়া হবে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হলেও বিদ্রোহী থামানো কঠিন চ্যালেঞ্জ হবে। দু’টি নির্বাচনেই নৌকা না পেলে অনেক প্রার্থীই মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে জমে উঠার অপেক্ষায় রয়েছে ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথের পৌরসভা নির্বাচন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status