ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এমপি বাবলুর ওপর হামলা পিস্তল প্রদর্শন নিয়ে তোলপাড়

ভ্রাম্যমাণ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলুর ওপর হামলার অভিযোগ ওঠেছে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নুর বিরুদ্ধে। এ সময় এমপি তার লাইসেন্সকৃত পিস্তল উঁচিয়ে গুলি   করার হুমকি দেন। এ নিয়ে বগুড়াজুড়ে তোলপাড় চলছে। এমপি বাবলু এর আগেও পিস্তল হাতে ছবি তুলে ফেসবুকে আপলোড করে আলোচনায় এসেছিলেন। বুধবারের পিস্তল প্রদর্শনের ঘটনাটিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি উপজেলা চেয়ারম্যান এবং এমপি আলাদাভাবে বর্ণনা করেছেন।  খোঁজ নিয়ে জানা যায়, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার লোকজন নিয়ে এমপি বাবুলের ওপর হামলা চালায়। এসময় এমপি বাবলুর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে তার পিএস রেজাউল করিম আহত হন। তবে উপজেলা চেয়ারম্যান  হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এমপি তার ব্যক্তিগত পিস্তল উঁচিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের ২য় তলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
পরে পুলিশ এসে এমপি এবং তার পিএসকে উদ্ধার করে। পিসএসকে হাসপাতালে ভর্তির পর এমপিকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।  এ বিষয়ে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু বলেন, এমপি রেজাউল করিম বাবলুর শ্যালক ও তার (ব্যক্তিগত সহকারী) পিএস রেজা বিভিন্ন প্রকল্প দেয়ার কথা বলে যুবলীগ নেতাদের কাছ থেকে টাকা নিয়েছেন। দীর্ঘদিনেও সেই প্রকল্প না দিয়ে টালবাহানা করছিলেন। গতকাল সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার জন্য এমপি উপজেলা পরিষদে আসেন। এ সময় তার পিএস রেজাকে পেয়ে যুবলীগ নেতারা টাকা ফেরত চান। এ নিয়ে হট্টগোল শুরু হলে আমি থামানোর জন্য এগিয়ে যাই। এ সময় রেজাউল করিম বাবলু তার ব্যক্তিগত পিস্তল বের করে হত্যার উদ্দেশ্যে তাক করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ও পরিষদের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এমপি রেজাউল করিম বাবলু বলেছেন, আমি এমপি হিসেবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা। আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেয়ার জন্য উপজেলা পরিষদে পৌঁছি। সভা কক্ষে প্রবেশের আগে আমি ইউএনও’র সঙ্গে সাক্ষাতের জন্য তার কক্ষের সামনে অপেক্ষা করছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা হামলা করে। হামলায় আমার ব্যক্তিগত সহকারী রেজা গুরুতর আহত হন। আমি আত্মরক্ষার্থে আমার লাইসেন্স করা ব্যক্তিগত পিস্তল বের করি। প্রকল্প দেয়ার নামে যুবলীগ নেতাদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে এমপি রেজাউল করিম বাবলু বলেন, কে কার কাছে টাকা নিয়েছে সে বিষয় নিয়ে তো আমার কাছে অভিযোগ দেয়ার সুযোগ ছিল। কিন্তু তা না করে উপজেলা চেয়ারম্যানের মতো দায়িত্বশীল পদে থেকে এমপি’র ওপর হামলা মেনে নেয়া যায়  না।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status