ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

হামলা-মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না

স্টাফ রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
mzamin

হামলা, মামলা ও গুম করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা করে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। গতকাল রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে বিএনপি’র ধারাবাহিক প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনসহ নেতাকর্মীদের হত্যা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা শেখ হাসিনাকে আর দেখতে চাই না। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, আমাদের রুটি-রুজি কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকার আমাদের বলেছিল ঘরে-ঘরে চাকরি দেবে। অথচ লাখ লাখ টাকা ঘুষ দিয়েও এখন চাকরি হয় না। ওখানে আবার আওয়ামী লীগের সিল লাগে। তিনি আরও বলেন, এই সরকার আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

বিজ্ঞাপন
মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার-হাজার টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা ধরা পড়ে গেছে। দেশের সকল মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমার এলাকায় ছাত্রনেতা জনিকে হত্যা করা হয়েছে। দুইজন নেতাকে গুম করা হয়েছে। আমাদের এই কর্মসূচি করার অনুমতি দিতে পুলিশ বাধ্য হয়েছে। আমরা আর অনুমতি নেবো না। এই রাজপথ কারোর বাপের নয়। আমরা এই এলাকা থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবো। যদি কোনো পুলিশ আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করেন তাহলে থানা ভেঙে তাদের বের করে আনবো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম বলেন, শেখ হাসিনা বিদেশে যেয়েও মিথ্যা কথা বলেন। তার আমলে নাকি সবথেকে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াকে আমরা মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চাই। আমরা এখনো মাঠে নামি নাই। পুলিশকে বলেছি আপনারা থানার ভেতরে থাকেন। বিএনপি আর আওয়ামী লীগের যুদ্ধ হবে, দেখা যাবে কে যুদ্ধে জেতে।

বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, বিএনপি নেতাদের হত্যার বিচার এই দেশেই হবে। হাসিনাকে উৎখাত করে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, প্রশাসনের দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেয়া। অথচ তারা সরকারি দলকে নিরাপত্তা দেয়। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মআহ্বায়ক মো. ইউনুস মৃধার সভাপতিত্বে বক্তৃতা রাখেন রফিকুল আলম মজনু, হাবিবুর রশিদ হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি), শরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ইশরাক হোসেন প্রমুখ।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status