ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

টেকনাফের ডিবি পুলিশের ৭ সদস্যের ১২ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার

টেকনাফের ব্যবসায়ী  গফুর আলমকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ৭ সদস্যের প্রত্যেককে পৃথক ধারায় ৫ বছর ও ৭ বছর করে মোট ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। যেহেতু আসামিরা একই মামলায় একই সময়ে সাজাভোগ করবে, সেহেতু সাজার মেয়াদ ৭ বছর বলে গণ্য হবে। সেইসঙ্গে পৃথক ধারার রায়ে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।  দণ্ডিত আসামিরা হলেন, সাবেক এসআই মো. আবুল কালাম আজাদ, এসআই মো. মনিরুজ্জামান, এএসআই ফিরোজ আহমদ, এএসআই আলাউদ্দিন, কনস্টেবল মোস্তফা আজম, কনস্টেবল আল আমিন এবং এএসআই মো. গোলাম মোস্তফা। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতে মামলার শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ ইসমাইল। এ সময় ৭ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ২৪শে অক্টোবর কক্সবাজার সদর মডেল থানার পেছনের সড়কের হোটেল আল গণির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা টেকনাফের ব্যবসায়ী আবদুল গফুরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার হুমকি দিয়ে তার স্বজনদের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। দেনদরবারের পর ১৭ লাখ টাকা দিতে রাজি হয় পরিবার। টাকা পৌঁছে দেয়া হলে পরদিন ভোররাতে গফুর আলমকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
 বিষয়টি গফুর আলমের স্বজনরা টেকনাফের লম্বরী সেনাবাহিনীর চেকপোস্টে জানায়। সেনা সদস্যরা মুক্তিপণ আদায়কারী ডিবি পুলিশের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি তল্লাশি করে ১৭ লাখ নগদ টাকা পান। এ সময় এসআই মো. মনিরুজ্জামান মাইক্রোবাস থেকে পালিয়ে গেলেও বাকি ৬ পুলিশ সদস্যকে আটক করে সেনা সদস্যরা। অপহরণের ঘটনায় ব্যবসায়ী গফুর আলম বাদী হয়ে ডিবি পুলিশের ৭ সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন। ঘটনার প্রায় ১০ মাসের মাথায় ২০১৮ সালের আগস্টের প্রথম সপ্তাহে ৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৭ আসামি বিভিন্ন সময়ে আদালত থেকে জামিন লাভ করেন। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৫ সেপ্টেম্বর তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মোহাম্মদ ইসমাইল। সেই সঙ্গে ২০ সেপ্টেম্বর মামলার রায়ের দিন ধার্য করেন। পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ডিবি পুলিশের ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশও করেন তদন্ত কমিটি।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status