ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

রনির অবস্থা আগের চেয়ে ভালো

স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ অন্য চিকিৎসকরা।
আইজিপি সাংবাদিকদের জানান, গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনা এড়াতে সর্বাত্মক সচেতন হওয়ারও আহ্বান জানান। এবং দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। দুজনের অবস্থা স্থিতিশীল। তাদের অবস্থা অতটা খারাপ না হলেও দগ্ধ রোগী যতদিন পর্যন্ত না হাসপাতাল থেকে বাড়ি ফিরবে ততদিন শঙ্কামুক্ত বলা যায় না। গত কয়েকদিনের চেয়ে আজ তাদের অবস্থা অনেকটাই ভালো বলেও জানান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, এ রকম দুর্ঘটনায় দগ্ধ রোগীদের মাল্টি অরগ্যানে সমস্যা হয়। তাদের দুজনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। আবু হেনা রনির শরীরে এখন জ্বর নেই।

বিজ্ঞাপন
তিনি খেতে পারছেন এবং হাঁটাহাঁটি করছেন।

উল্লেখ্য, গাজীপুর জেলা পুলিশ লাইন্সে গত শুক্রবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status