ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বেলুন বিস্ফোরণ

কৌতুক অভিনেতা রনির অবস্থা সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
mzamin

 গাজীপুরের পুলিশ লাইন্সে বেলুন বিস্ফোরণ ঘটনায় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর শেখ হাসিনা জাতীয়    বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে। আর জিল্লুরের শরীরের বিভিন্নস্থান পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালীও পুড়েছে।  শুক্রবার গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন চলাকালে গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটে।  এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রনির শ্বাসনালী, এক কান ও শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। জিল্লুরের শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তারও শ্বাসনালী পুড়ে গেছে।  বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিন জন   শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তারা হলেন- মোশাররফ হোসেন, জিল্লর রহমান ও ইমরান হোসেন।

বিজ্ঞাপন
দগ্ধ আবু হেনা রনি একাধারে স্ট্যান্ডআপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এ বিজয়ী হন। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌঁছালে তাকে উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে বেশ কিছু বেলুন দেয়া হয় উড়িয়ে  দেয়ার জন্য। কিন্তু, বার বার চেষ্টা করেও সেই বেলুন ওড়ানো যায়নি। পরে কয়েকজন পুলিশ সদস্য সেই বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্সে অনুষ্ঠানের মূল মঞ্চে চলে যান। কিছু সময় পর বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলোতে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status