ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মালয়েশিয়ায় নেতাকর্মীদের মিলন মেলা

মালয়েশিয়া প্রতিনিধি

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৮:৩৫ অপরাহ্ন

mzamin

বিএনপির  ৪৪তম প্রতষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মালয়েশিয়া ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুর-এর বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য  মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও প্রচার সম্পাদক এস এম বশির আলম। প্রধান বক্তা ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ,  শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারি মো. আবু বক্কর সিদ্দিক, শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য মো. জসিম উদ্দিন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতা মো. শহীদুল্লাহ শহীদ, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ,  এস এম জাহাঙ্গির আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনহাজ মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ মোল্লা, সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। স্বেচ্ছাসেবক দলের সামছুল আলম হেলাল শিকদার, মাহফুজুর রহমান, মোশারফ হোসেন হৃদয়, কুয়ালালামপুর মহানগর শাখার এম এম মোজাম্মেল হক প্রধান, সেরদাং শাখা যুবদলের মো. নাজমুল হাসান, শেখ মোহাম্মদ সেলিম ও শামিম রেজা। 

আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির শাখাওয়াত হোসেন, ফজলুল করিম সোহরাব, আব্দুল্লাহ আল মামুন লিটন, কাজী সাল্লাহ উদ্দিন, নজরুল ইসলাম মানিক, এম এ কালাম। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল থেকে খোকন ভূঁইয়া, মোঃ আবু কাউছার ভূঁইয়া, কাম্পং জাওয়া শাখা বিএনপির সাইদ বাবুল। যুবদল থেকে উপস্থিত ছিলেন, মঞ্জু খাঁ, নুরে সিদ্দিকী সুমন,  ইকবাল হোসেন।

 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status