শিক্ষাঙ্গন
শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৬ মে ২০২২, শুক্রবার, ৯:০৬ অপরাহ্ন

শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেনীর আমেনা সিরাজ কনভেনশন হলে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলন মেলায় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে যেসব শিক্ষক ও শিক্ষার্থী মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিকেলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো- দৈনিক মানবজমিন, দ্য ডেইলি ক্যাম্পাস ও দৈনিক ফেনীর সময়। উল্লেখ্য, ১৯৮৫ সালে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। পুনর্মিলনীতে ২৬টি (১৯৯৬-২০২১) এসএসসি ব্যাচ অংশগ্রহণ করে।