ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আমি নিশ্চিত শিরোপা জিতবে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
mzamin

রোনাল্ড কোম্যান যখন চাকরিচ্যুত হন বার্সেলোনা তখন লা লিগা টেবিলের নয় নম্বর দল। সেই বিপর্যস্ত দলের দিন বদলের দায়িত্ব পড়ে জাভি হার্নান্দেজের কাঁধে। অবামেয়াং-তোরেসদের ভিড়িয়ে বার্সার ভাগ্য বদলানো শুরু করেন স্প্যানিশ কিংবদন্তি। ধুঁকতে থাকা ব্লাউগ্রানাদের টেবিলের দুইয়ে তুলে শেষ করেন মৌসুম। নতুন সিজন শুরুর আগে জাভির স্কোয়াডে সংযুক্ত হয় লেভানদোভস্কি, রাফিনহা, কুন্দে, ক্রিস্টেনসেন, কেসিরা। শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপা জেতার স্বপ্ন বুনছেন বার্সেলোনা সমর্থকরা। রবার্ট লেভানদোভস্কির গলায়ও সেই সুর। মৌসুম শেষে ভক্তদের খুশি করতে প্রত্যয়ী পোলিশ স্ট্রাইকার। জানিয়েছেন ট্রফি জেতার প্রত্যাশা। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে লেভানদোভস্কি বলেন, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য রোমাঞ্চকর মৌসুম হবে। সঙ্গে এটা এমন একটা মৌসুম হতে চলেছে, যার শেষে বার্সেলোনা সমর্থকরা খুবই খুশি থাকবে।

বিজ্ঞাপন
আমার মনে হয়, দীর্ঘ একটা সময় ট্রফি ছাড়া কেটেছে বার্সেলোনার। কিছু শিরোপা জেতার এখনই উপযুক্ত সময় এবং আমি নিশ্চিত আমরা সেটাই করবো।’
মৌসুম শেষেই লেভানদোভস্কি জানিয়ে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখ ত্যাগ করতে চান। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, বাভারিয়ানদের সঙ্গে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় জার্মানি ত্যাগ করতে উঠে পড়ে লাগেন লেভানদোভস্কি। এরপর বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ বেশ ক’টি ক্লাব পোলিশ স্ট্রাইকারকে ভেড়াতে আগ্রহ প্রকাশ করে। তবে লেভানদোভস্কি জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র বার্সার প্রস্তাবই বিবেচনা করছেন তিনি। ন্যু-ক্যাম্পের সদস্য হওয়া নিয়ে লেভানদোভস্কি বলেন,  ‘প্রথম যখন জানতে পারি বার্সেলোনা আমাকে নিতে আগ্রহী, শুরু থেকেই জানতাম এটা আমার এবং ক্লাবের জন্য উপযুক্ত সময়। আমি সারাজীবন শুধুমাত্র এক লীগে খেলতে চাইনি। বুন্দেসলিগায় ভালো ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে, লা লিগায় যোগ দেয়া এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেয়ার এটাই সঠিক সময়।’
লেভা বলেন, ‘আমি জানি, এটাই ঠিক মুহূর্ত আমার জন্য এবং বিশাল চ্যালেঞ্জও। তবে আমি প্রস্তুত। লা লিগায় খেলা আমার জন্য সবসময়ই স্বপ্ন ছিল এবং এখন আমি বার্সেলোনার। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমরা নতুন মৌসুমের জন্য মুখিয়ে আছি।’
বায়ার্ন মিউনিখে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন লেভানদোভস্কি। বাভারিয়ানদের হয়ে সবমিলিয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪টি গোল করেন তিনি। সাফল্যে মোড়ানো বায়ার্ন অধ্যায়  ৮টি বুন্দেসলিগা, ৩টি জার্র্মান কাপ, ৪টি জার্মান সুপার কাপ এবং ১টি করে চ্যাম্পিয়নস লীগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন লেভানদোভস্কি।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status