খেলা
ওয়াসিম আকরামকে পেছনে ফেলে বুমরাহর রেকর্ড
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ২:৪১ অপরাহ্ন

ইংল্যান্ডের হেডিংলিতে টেস্টের দ্বিতীয় দিন। এদিন দারুণ এক রেকর্ড গড়েন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামকে টপকে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশগুলোতে এখন এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক ভারতের বুমরাহই দখল করলেন। এই চার দেশের বিপক্ষে এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি এতদিন ওয়াসিম আকরামের নামে ছিল। এদিন আকরামের ২৪ বছরের পুরনো রেকর্ড নিজের করে নিলেন ৩১ বছর বয়সী ডানহাতি এ পেসার। সেটাও আবার ৫ ইনিংস হাতে রেখে। এ নিয়ে এসইএনএ দেশগুলোতে বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়ালো ১৪৭, মাত্র ৬০ ইনিংসে। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ৫৫ ইনিংসে নিয়েছিলেন ১৪৬ উইকেট, যা এতদিন পর্যন্ত ছিল শীর্ষ অবস্থানে।
এদিন একইসঙ্গে এক ইনিংসে সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক শুভমান গিল (১৪৭) ও সহ-অধিনায়ক পান্ত (১৩৪)। এ ইনিংসে ইংল্যান্ডের অলি পোপসহ দুই সেঞ্চুরির দিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বুমরাহ। চলমান টেস্টে এ পর্যন্ত ইংলিশদের পড়া তিনটি উইকেটই বুমরাহ শিকার করেছেন। ভারতের করা ৪৭১ রানের পর প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। ওপেনার বেন ডাকেট ৬২ রান করে আউট হলেও বরাবর ১০০ রানে অপরাজিত আছেন ওলি পোপ।
বুমরাহর সঙ্গে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক লেগস্পিনার অনিল কুম্বলে (৬৭ ইনিংসে ১৪১ উইকেট)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন আরও দুই ভারতীয় পেসার- পেসার ইশান্ত শর্মা (৭১ ইনিংসে ১৩০ উইকেট) এবং মোহাম্মদ শামি (৬৩ ইনিংসে ১২৩ উইকেট)।