খেলা
গ্লোবাল লীগে এবারো রংপুর রাইডার্সের নেতৃত্বে সোহান
স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫, শনিবার
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গায়ানায় গ্লোবাল সুপার লীগের (জিএসএল) দ্বিতীয় আসরে খেলতে যাবে রংপুর রাইডার্স। আগামী ১০ই জুলাই টুর্নামেন্টটি শুরু হবে। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। জুলাই মাসে জাতীয় দলের খেলা থাকায় এবার রংপুর দলকে শেখ মেহেদী ও রিশাদ হোসেনদের ছাড়াই খেলতে হবে। তবে টি-টোয়েন্টি দলের ভাবনায় না থাকায় রংপুরের হয়ে গ্লোবাল সুপার লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন সৌম্য সরকার। এবারও রংপুরের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। রংপুরের স্কোয়াডে দেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটাররা। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স, দক্ষিণ আফ্রিকার তাব্রাইজ শামসিসহ ইব্রাহিম জাদরান, হারমিত সিং, খাজা নাফে, আকিফ জাভেদরা। গত বছর প্রথমবারের মতো পাঁচ দেশের ফ্র্যাঞ্চাইজি লীগের ৫টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লীগ। এবার বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর প্রথম ম্যাচ খেলবে ১৩ই জুলাই, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৪ই জুলাই হোবার্ট হ্যারিকেন্স ও ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর মাঠে নামবে ১৭ই জুলাই, সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।
রংপুর রাইডার্সের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মায়ার্স, তাবরিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, হারমিত সিং,আকিফ জাভেদ, খাজা নাফে।