শেষের পাতা
ময়মনসিংহে শিশুকে হত্যার পর মেঝেতে পুঁতে রাখে পিতা
ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুন ২০২৫, শুক্রবার
হালুয়াঘাটে আইয়ুব আলী নামে দুই বছরের শিশুকে শাবল দিয়ে আঘাত করে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখে পিতা। এরপর দরজা বন্ধ করে ঘরেই শুয়ে ছিল সে। এ ঘটনার পর পিতা নুরুল আমিন (৩০)কে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে পশ্চিম ধুরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আটককৃত নুরুল ওই এলাকার ফজলু মিয়ার ছেলে।
সূত্রমতে, নুরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। বুধবার বেলা ৩টার দিকে হঠাৎ করে তিনি স্ত্রী জেসমিনকে মারধর করলে সে পালিয়ে যায়। এ সময় শিশু আইয়ুব ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। নুরুল ঘরে ঢোকার কিছুক্ষণ পর বের হয়ে যায়। কিছুক্ষণ পর আবারো ফিরে এসে ঘরে শুয়েছিল। শিশুটির দাদা বাজার থেকে এসে আইয়ুবকে ডাকলে সাড়া না দেয়ায় খুঁজতে থাকেন। কোথাও খোঁজে না পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নুরুলের কাছে জানতে চায় আইয়ুব আলী কোথায়। পরে সে বলে, ‘আইয়ুব আলী ঘুমাচ্ছিল। পরে আমি শাবল দিয়ে তার মাথায় আঘাত করি। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে কোদাল দিয়ে ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখি।’
এ সময় তার দু’টি ছাগলকে মেরে ঘরের মেঝের অন্য একটি জায়গায় পুঁতে রাখে নুরুল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে ঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক মানিক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে । অভিযুক্ত নুরুল আমিনকে আটক করা হয়েছে।