ঢাকা, ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

ভোক্তাদের স্বস্তি দিতে আইন সংস্কার ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর

অর্থনৈতিক রিপোর্টার
২০ জুন ২০২৫, শুক্রবার

ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আইনের প্রয়োজনীয় সংস্কার এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘ভোক্তাদের আরও স্বস্তি দিতে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠান শক্তিশালী হলে এই খাতের দুর্বৃত্তরা পিছিয়ে যেতে বাধ্য হবে।’
বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন- বাণিজ্য উপদেষ্টা।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএসটিআই’র মহাপরিচালক এসএম ফেরদৌস আলম, ক্যাব’র ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী, ক্যাব’র উপদেষ্টা আনিসুল হক। এ সময় দেশের বিভিন্ন জেলা উপজেলা ও বিভাগের ক্যাব’র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভার স্বাগত বক্তব্যে ক্যাব’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘বিগত রমজান মাসে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআই’র তদারকির ফলে পণ্যের দাম বাড়েনি। এতে বোঝা যায় যোগ্য ব্যক্তি দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।’
ভোক্তাদের অধিকার রক্ষায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তাদের একটি সিন্ডিকেট তৈরির সময় এসেছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অন্যায় ও প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ফিরিয়ে আনতে হবে ক্রয়ক্ষমতা। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি কমাতে কাজ করছে।’ এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিভিন্ন রকম বাজার সিন্ডিকেট হয়েছে এবং ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে। এখন সময় এসেছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে গড়ে তোলার।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status