বিনোদন
ভাঙা হচ্ছে মুনমুনের হাতের মুদ্রা অবয়বে নির্মিত ভাস্কর্য
স্টাফ রিপোর্টার
১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
ভেঙে ফেলা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল। ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবন এবং পুরাতন কলা অনুষদ ভবনের মাঝামাঝি পুকুরের অংশে। সামাজিক মাধ্যমে প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ নিজেই বিষয়টি জানিয়েছেন। একজন নারী দু’হাত সংযুক্ত করে অঞ্জলি দিচ্ছে, ম্যুরালটি সেই ভাবনা বহন করতো। যেটি দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও অভিনেত্রী মুনমুন আহমেদের হাতের ছবি থেকে করেছিলেন ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল। ম্যুরাল ভাঙার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে মুনমুন আহমেদ লিখেছেন, খুবই দুঃখজনক, ভেঙে ফেলা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’! যেটি আমার হাতের ছবি থেকে করা হয়েছিল। এটি ভাস্কর্যবিদ মনিন্দ্র পাল করেছিলেন। একজন জানতে চেয়েছেন, কেন ভেঙে ফেলা হচ্ছে? জবাবে মুনমুন লিখেছেন, দেশে কোনো ভাস্কর্য থাকতে দেয়া হবে না! এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করা ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, এ বিষয়ে অনেক আগেই ডিনবৃন্দ ও সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। এটা সম্ভবত সেই সিদ্ধান্তের কারণেই হচ্ছে।
পাঠকের মতামত
Good decision
দেশে কোনো ভাস্কর্য থাকতে দেয়া হবে না, এ সিদ্ধান্তকে স্বাগতম জানাচ্ছি। খুবই সুন্দর একটি সিদ্ধান্ত। যিনি এই সাহসী পদক্ষেপ নিয়েছেন তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
"Alhamdulillah" (ٱلْحَمْدُ لِلَّٰهِ), "All praise is due to God". "MashaAllah" (مَا شَاءَ ٱللَّٰهُ), "what God has willed has happened.