ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

২০০ কোটি রুপি পাচার মামলায় জড়িত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ: ইডি

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২২, বুধবার, ৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

mzamin

২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ ভারতের সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। অর্থপাচারের মামলাও তার বিরুদ্ধে। এবার তার সঙ্গে উঠে এসেছে এ সময়ের আলোচিত হার্টথ্রব নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। ভারতের এনফোর্সড ডিরেক্টরেট (ইডি) বুধবার দিল্লির এক আদালতে সম্পূরক চার্জশিটে এই নায়িকার নাম অভিযুক্তের তালিকায় তুলে এনেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

ফার্মাসিউটিক্যাল জায়ান্ট হিসেবে পরিচিত র‌্যানব্যাক্সির সাবেক সদস্য অদিতি সিং এবং শিবেন্দর সিংয়ের কাছ থেকে প্রায় ২১৫ কোটি রুপি ঘৃষ গ্রহণের অভিযোগ আছে চন্দ্রশেখরের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে আগেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত শুরু করে ইডি। তাদের প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছে চন্দ্রশেখর প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ কিভাবে ব্যবহার করেছেন। বুধবার তারা সম্পূরক চার্জশিট দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, জ্যাকুলিন ফার্নান্দেজকে কমপক্ষে ৫ কোটি রুপি উপহার দিয়েছেন চন্দ্রশেখর।

বিজ্ঞাপন
তাই অভিযুক্ত হিসেবে জ্যাকুলিনের নাম উল্লেখ করেছে ইডি। এতে অভিযোগ করা হয়েছে যে, অপরাধের মাধ্যমে এই অর্থ উপার্জন করা হয়েছে, এ বিষয়ে অবগত ছিলেন জ্যাকুলিন। 
ইডি তার বিবৃতিতে বলেছে, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ থেকে জ্যাকুলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকুলিনের কাছে এসব উপহার দিতে তিনি ব্যবহার করেছেন দীর্ঘ সময়ের সহযোগী ও সহঅভিযুক্ত পিংকি ইরানিকে। 

এর আগে এই অভিনেত্রীর মালিকানাধীন সম্পদের একটি হিসাব দিয়েছে ইডি। তারা জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদও করেছে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তারা এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৭ কোটি রুপি বলে এই এজেন্সি রিপোর্ট করেছে এপ্রিলে। এর মধ্যে আছে একটি ঘোড়া। এর মূল্য ৫২ লাখ রুপি। একটি পারসিয়ান বিড়াল। এর মূল্য ৯ লাখ রুপি। সূত্র বলেছে, মিস জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবারের সদস্যদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন চন্দ্রশেখর। জ্যাকুলিনকে তিনি উপহার দিয়েছেন ডিজাইনারদের ব্যাগ। পোশাক দিয়েছেন গুচি এবং চ্যানেলের মতো বিলাসবহুল ব্রান্ডের। এই অভিনেত্রীর পক্ষে একজন স্ক্রিপ্ট লেখককে ১৫ লাখ রুপি দিয়েছেন চন্দ্রশেখর। 

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ একজন শ্রীলংকার নাগরিক। ২০০৯ সালে হিন্দি ছবির মাধ্যমে তার অভিনয় শুরু হয়। এ মামলায় এ পর্যন্ত কমপক্ষে আটজনকে গ্রেপ্তার করেছে ইডি। এর মধ্যে আছেন চন্দ্রশেখর ও তার স্ত্রী লিনা মারিয়া পাল।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status