ঢাকা, ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সরিষার মধ্যে যেন ভূত না থাকে: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

সরিষার মধ্যে যেন ভূত না থাকে বলে সবাইকে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার জাতীয় প্রেসসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের প্রধান মানুষটি পালিয়ে যেতে পারে, যে ফ্যাসিবাদের একক কর্তৃত্ববাদের প্রতিষ্ঠাতা, প্রশ্রয়দাতা সব কিছু করেছেন, যে কিনা হাসতে হাসতে মানুষকে মেরে ফেলার জন্য বলেছেন- সেই মানুষ যদি পালিয়ে যেতে পারেন তাহলে তার দোসরা কিভাবে থাকে? মনে রাখতে হবে আমাদের সরিষার মধ্যে যেন ভূত না থাকে। আমরা বিএনপি সত্যের সঙ্গে, মানুষের সঙ্গে, পেশাজীবীদের সঙ্গে, সাংবাদিকতার স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের একটাই কথা ‘সবার আগে বাংলাদেশ’।

তিনি বলেন, কয়টা পত্রিকায় এবার ১৬ জুন সম্পর্কে কিছু লিখেছে? আনফুরচুনেট, আপনারাই যদি না লেখেন। যদিও বিএফইউজে-ডিইউজে প্রোগ্রাম করছে, হাতের গোনা কয়েকটা প্রিন্ট মিডিয়া ছাড়া বা অনলাইন মিডিয়া ছাড়া মেজরিটি অব দি প্রিন্ট মিডিয়া ১৬ জুন কিছু ছিলো বা কিছু হয়েছিলো, হ্যাঁ আপনি গুগলসে গেলে পাবেন। কিন্তু আজকে মেজরিটি মিডিয়াতে কোনো ধরনের বক্তব্য নাই।
ডা.জাহিদ বলেন, মনে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের সঙ্গে ছিলাম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা অনেকে ব্যক্তিগতভাবে উনার সঙ্গে প্রফেশনাল ইন্টাররেকশন হয়েছে এবং আছে, উনি কিভাবে আপনাদের পাশে থেকেছেন, কথা বলেছেন- যতটুকু সম্ভব আপনাদের এই শিল্পের ওয়েল ফেয়ারের জন্য কাজ করেছেন। বর্তমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ১৬ জুন নিয়ে বিবৃতি দিয়েছেন। অনেক পলিটিক্যাল পার্টি আছে, কিন্তু আজকে বিবৃতি একটাই পাবেন, সেটা হচ্ছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ জুন উপলক্ষ্যে।

ডিইউজের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব বাছির জামাল, সহসভাপতি খায়রুল বাশার, এ কে এম মহসিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ডিইউজের সহসভাপতি হাসনাত করীম পিন্টু, রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

পাঠকের মতামত

ডক্টর জাহিদ, একসময় আপনি খুব একটা বিখ্যাত ছিলেন না। কারণ, আমরা খবরের জন্য ক্ষুধার্ত ছিলাম। এখন আমরা আপনার কাছ থেকে কোনও খবর চাই না। কারণ, এটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নয়, যা আমরা এখন পাচ্ছি। দয়া করে শুধুমাত্র প্রতি মাসে আপনার খবর শেয়ার করুন।

NADIM AHAMMED
১৬ জুন ২০২৫, সোমবার, ৭:৪২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status