ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হতে পার্লামেন্টে বিল তুলবে ইরান

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ৪:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে আসতে পার্লামেন্টে বিল উত্থাপন করবে ইরান। ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেছেন, এনপিটি চুক্তি বাতিল করতে কাজ করছে ইরানের পার্লামেন্ট। যদিও এসব গণবিধ্বংসি অস্ত্র তৈরির বিরুদ্ধেই তেহরানের অবস্থান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

এতে বলা হয়, ১৯৬৮ সালে স্বাক্ষরিত এনপিটি চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালে। এর সদস্য দেশ ১৯০টি। এই চুক্তির আওতামুক্ত দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বৃটেন ও ফ্রান্স। এই পাঁচ দেশ ব্যাতিত অন্যান্য দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়। এর বিনিময়ে এনপিটি’র আওতাধীন দেশগুলো জাতিসংঘের তত্ত্ববধানে বিদ্যুৎ উৎপাদনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করার অনুমতি দেয়া হয়। 

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে চুক্তির আওতায় থাকা বাধ্যবাধকতা থেকে সরে এসেছে ইরান। এর ফলে দেশটির ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা। এতে তেহরানের অর্থনীতি মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status