বিশ্বজমিন
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হতে পার্লামেন্টে বিল তুলবে ইরান
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে আসতে পার্লামেন্টে বিল উত্থাপন করবে ইরান। ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেছেন, এনপিটি চুক্তি বাতিল করতে কাজ করছে ইরানের পার্লামেন্ট। যদিও এসব গণবিধ্বংসি অস্ত্র তৈরির বিরুদ্ধেই তেহরানের অবস্থান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, ১৯৬৮ সালে স্বাক্ষরিত এনপিটি চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালে। এর সদস্য দেশ ১৯০টি। এই চুক্তির আওতামুক্ত দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, বৃটেন ও ফ্রান্স। এই পাঁচ দেশ ব্যাতিত অন্যান্য দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়। এর বিনিময়ে এনপিটি’র আওতাধীন দেশগুলো জাতিসংঘের তত্ত্ববধানে বিদ্যুৎ উৎপাদনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করার অনুমতি দেয়া হয়।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে চুক্তির আওতায় থাকা বাধ্যবাধকতা থেকে সরে এসেছে ইরান। এর ফলে দেশটির ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা। এতে তেহরানের অর্থনীতি মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে।