বিশ্বজমিন
ইরানে মোসাদ গুপ্তচর সন্দেহে এক ব্যক্তির ফাঁসি কার্যকর
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ২:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ইরানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। এ কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত বার্তা সংস্থা মিজান অনলাইন। এতে বলা হয়েছে, ইসমাইল ফিকরি নামের ওই ব্যক্তি রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও ‘শত্রুদের’ কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন। সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর সোমবার সকালে তার ফাঁসি কার্যকর করা হয়। মিজান অনলাইন জানিয়েছে, ফিকরি’কে ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে জানা যায় তিনি মোসাদের দুই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ও তাদের কাছে গোপন তথ্য সরবরাহ করতেন। ইরানি বিচার বিভাগ এই ফাঁসিকে ‘ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য একটি বড় ধাক্কা’ বলে উল্লেখ করেছে। ইরান দীর্ঘদিন ধরেই দেশটির অভ্যন্তরে মোসাদ বা অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন ব্যক্তিকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ও দণ্ডিত করা হয়েছে।
পাঠকের মতামত
এই ধরনের পদক্ষেপ নেয়ের জন্য,ইরান কে ধন্নবাদ জানাই, ঠিক কাজ হয়েছে, কনও মিরজাফর কে ছাড় নয়।