বিশ্বজমিন
আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: ইরানি প্রেসিডেন্ট
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ইসরাইলের হামলার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সোমবার সংসদে এক দৃঢ় ভাষণের মাধ্যমে জাতিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজ যেকোনো ভিন্নমত, মতপার্থক্য ও সমস্যা একপাশে সরিয়ে রাখতে হবে। আমাদের এই গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে ঐক্য, সংহতি ও দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়াতে হবে। উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এখন সরাসরি সামরিক পর্যায়ে পেঁঁছেছে। ইসরাইলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর পাল্টা জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বহু স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দুই পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। পেজেশকিয়ান আরও বলেন, এই আক্রমণ শুধু একটি রাষ্ট্রের উপর নয়, বরং আমাদের সার্বভৌমত্ব, আমাদের জনগণের অস্তিত্বের উপর। এখন বিভেদ নয়, দরকার জাতীয় ঐক্য। আমাদের ইতিহাস সাক্ষী থাকবে, আমরা কিভাবে প্রতিক্রিয়া জানালাম। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য শুধু ইসরায়েলকে জবাব দেওয়ার আহ্বান নয়, বরং দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা।
পাঠকের মতামত
Insha-Allah