বিশ্বজমিন
নাগরিকদের সতর্কতা চীনের, সীমান্তপথে জর্ডান যাওয়ার পরামর্শ
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

চীন তার নাগরিকদের ইসরাইলের চলমান যুদ্ধাবস্থার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলে অবস্থানরত সকল চীনা নাগরিকদের চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ইসরাইলি কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা ও জরুরি সতর্কতা কঠোরভাবে মেনে চলতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইসরাইলের প্রধান বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে বলে দূতাবাস জানিয়েছে। তবে ইসরাইল ও জর্ডানের মধ্যে থাকা তিনটি স্থল সীমান্ত এখনও খোলা আছে। এগুলো হলো- জর্ডান রিভার ক্রসিং, কিং হুসেইন (অ্যালেনবি) ব্রিজ এবং আইজাক রবিন ক্রসিং।
চীনা দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি নিরাপদ হলে নাগরিকরা নিজেদের বিবেচনায় এসব সীমান্ত ব্যবহার করে জর্ডানে প্রবেশ করতে পারেন। চলমান ইসরাইল-ইরান সংঘর্ষের প্রেক্ষাপটে চীন এই সতর্কতা জারি করল। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতিমধ্যে ইসরাইলের বিভিন্ন অংশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে তেলআবিব ও হাইফায়।
চীনের এই সতর্কবার্তা শুধু তাদের নাগরিকদের জন্য নয়, বরং ইঙ্গিত করে যে পরিস্থিতি কতটা জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্যান্য দেশের নাগরিকদের প্রতিও এমন সতর্কতা জারির সম্ভাবনা রয়েছে। চীন এর আগে বারবার ওই অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন জানিয়েছে।