বিশ্বজমিন
ইরানের ‘৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম’ কোথায়?
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৮ অপরাহ্ন

ইরানে ইসরাইলের হামলার মূল দুটি কারণ হলো- ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং তারা ওই অঞ্চলে যোদ্ধাগোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে। তার চেয়েও মূল কারণ হলো দিনে দিনে ইসরাইলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ইরান। এসব কর্মকাণ্ডকে ইসরাইল এবং পশ্চিমারা সন্ত্রাস হিসেবে দেখে। ইরান বার বার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য এমনটা বললেও সে কথা কেউ কানে তোলেনি।
ইসরাইলকেই বেশির ভাগ দেশ সমর্থন করে গেছে। কিন্তু ইরানের সেই পারমাণবিক কর্মসূচির প্রকৃত অবস্থা কি, তারা কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল, পারমাণবিক অস্ত্র তৈরি করেছে কিনা? এসব প্রশ্ন এখনও রহস্যাবৃত।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক উপ-মহাপরিচালক ওলি হেইনোন সতর্ক করে বলেছেন, ইসরাইলি হামলার পর ইরানের পরমাণু কর্মসূচির বাস্তব অবস্থা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো স্পষ্ট ধারণা পায়নি। রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে হেইনোন বলেন, ইসরাইল সম্ভবত তেহরানের পরমাণু অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি করেছে। তিনি বলেন, নাতানজ স্থাপনার পুনর্গঠন করতে অন্তত কয়েক বছর লেগে যাবে।
ফোর্ডো পারমাণবিক কেন্দ্র সম্পর্কেও তিনি বলেন, সেটিও ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইরানের ‘চার শতাধিক কিলোগ্রাম উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম’ বর্তমানে কোথায় সংরক্ষিত আছে, সে সম্পর্কে কিছুই জানা নেই। হেইনোন বলেন, যদি তাদের কাছে একটি গোপন স্থাপনাও থেকে থাকে- যেটি খুব বড় না হলেও চলে, আর সেখানে তারা গোপনে অস্ত্রগ্রেড ইউরেনিয়াম উৎপাদন করতে পারে আইএইএ’র নজরের বাইরে, তাহলে তা হবে এক মারাত্মক সংকট।