ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

রাজনীতি

রিজভীর মন্তব্য

ধর্ম ও শহীদদের টেনে দু’একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৮ অপরাহ্ন

mzamin

ধর্ম ও শহীদদের টেনে এনে দু’একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যেকোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু’একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই-একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে। এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছেন, যারা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী। অন্তর্বর্তী সরকার দুই-একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে। পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি।’

ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলছেন-শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না। তারা ৭১-এর শহীদদের কথা কি ভুলে গেছেন? ৮৬ সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন? আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান।’

রিজভী বলেন, ‘এপ্রিল মাসেতো প্রচণ্ড খরতাপ থাকে, ঝড়-বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে। সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবে কীভাবে? মানুষ রোজা রাখবে না নির্বাচনের প্রচারণা করবে। জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কি না? চাঁদাবাজ-দখলদারদের কেনো ধরা হচ্ছে না? সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান।’

পাঠকের মতামত

আমরা আম জনতা ধর্ম ও শহীদদের নিয়ে রাজনীতি বুঝিনা।আমরা বুঝি সংস্কার।

Amirswapan
৯ জুন ২০২৫, সোমবার, ৬:০০ অপরাহ্ন

হাসিনা থাকলে কয় বছর পর নির্বাচন হতো, সেটা নিয়ে ভাবেন। এপ্রিল বা মে যে মাসেই হোক, জনগনের কাছে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। জুলাই সনদ বাস্তবায়ন করতে যা করা দরকার তা করে রাজনৈতিক সততা দেখান। অজুহাত তৈরি করে লাভ নাই।

সোহেল
৯ জুন ২০২৫, সোমবার, ৫:৩৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status