ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দাউদকান্দিতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১:৪৬ অপরাহ্ন

mzamin

জাতীয় শোক দিবস ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ত শাহাদাতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রাঙ্গণে সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, ইউএনও মহিনুল হাসান, এএসপি ফয়েজ ইকবাল, ওসি আলমগীর ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকাল ১১ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার দোনারচর গ্রামের দুটি আলোচনা সভায় অংশ নিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন স্থানীয় এই সংসদ সদস্য। এ সময় তার সঙ্গে ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।  এর সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিসি আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা, ইন্সপেক্টর (তদন্ত) মাকসুদ আলম, দাউদকান্দি হাইওয়ে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status