অনলাইন
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, হোটেল মালিক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৮ অপরাহ্ন

রাজধানীর চকবাজারের কামালবাগ লেনের আগুনের ঘটনায় বরিশাল হোটেলের ৬ কর্মচারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রাতে নিহত হোটেল কর্মচারী রুবেলের বড় ভাই মোহাম্মদ আলি এ মামলা করেন। এ ঘটনায় বরিশাল হোটেলের মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার।
তিনি জানান, চকবাজারের কামালবাগ লেনের আগুনের ঘটনায় নিহত রুবেলের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পরে অভিযান চালিয়ে বরিশাল হোটেলের মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই রাজিব আরও জানান, মামলায় ৩০৪/ক ও ৩৪ ধরায় দুজনের নাম উল্লেখ করে আরও দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা অন্য আসামি হলেন-ভবন মালিক মো. রানা।
এ দিকে নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের শনাক্ত করা মরদেহ হস্তান্তর ও যাদের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কথা রয়েছে।