ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন শেখ হাসিনা- সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবার জীবন দিয়ে বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। তাই আসুন আজকের এই আগস্টে শোকের মাসে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করি। শোককে শক্তিতে পরিণত করে বিশ্বদরবারে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলি। তখনই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এই দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে  গেছেন। বঙ্গবন্ধু দেশের অর্থনৈতিক উন্নয়নে যে সকল পরিকল্পনা করে গেছেন তার ওপর ভিত্তি করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে এমন কোনো দিক বাকি ছিল না বঙ্গবন্ধু যেখানে হাত দেননি।

সালমান এফ রহমান বলেন, দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে যে সকল পরিকল্পনা করা হয়েছে  তা পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি অতি দ্রুত কাজ শুরু করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত।

বিজ্ঞাপন
এরপর প্রধান অতিথির নিজস্ব  তহবিল থেকে  অসহায়দের মাঝে নগদ অর্থ ও যুব উন্নয়ন অফিসের যুবকদের মাঝে ঋণের টাকা  বিতরণ করেন। 

এরআগে আগলা, বাহ্রা, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণভোজের উদ্বোধন করেন। মাঝির কন্দা বাসস্ট্যান্ডে গণভোজ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল অব বাংলাদেশ  আবদুল মান্নান, ফজলুল রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ,  ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  পনিরুজ্জামান তরুণ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ডক্টর শাফিল উদ্দিন মিয়া,  ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জালাল,  কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল। প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের  নিয়ে  নবাবগঞ্জ উপজেলার চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দোহার  উপজেলা  প্রশাসন আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন,  সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল প্রমুখ।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status