ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি চীনের

আবারো তাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

মানবজমিন ডেস্ক
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের উত্তেজনা এখনো কমতে শুরু করেনি। এরইমধ্যে দ্বীপটিতে নতুন করে গিয়েছে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল। এর নেতৃত্বে আছেন ম্যাসাচুসেটসের ডেমোক্রেট সিনেটর এড মার্কি। দুই দিনের  
সফরে তারা দ্বীপটির রাজধানী তাইপেতে পৌঁছেছেন। তবে এই সফরের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় দফা মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা তাইওয়ান সফর করলেন। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, এরইমধ্যে চীন এই সফরের নিন্দা জানিয়েছে। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র যে উস্কানি দিচ্ছে তারা এর পাল্টা পদক্ষেপ নেবে। ওয়াশিংটনের চীন দূতাবাস থেকে এই বিবৃতি দেয়া হয়। দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের এক চীন নীতি অনুসরণ করে কাজ করা উচিত মার্কিন কংগ্রেস সদস্যদের।

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যেকোনো ধরনের আনুষ্ঠানিক সম্পর্কের কঠিন বিরোধিতা করে চীন। তারপরেও সর্বশেষ কংগ্রেস সদস্যদের সফর প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র তাইওয়ান স্ট্রেইটে স্থিতিশীলতা দেখতে চায় না। 
পেলোসির তাইওয়ান সফরের পর নজিরবিহীন প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটি এমন বার্তা দিতে চেয়েছে যে, তাইওয়ানে এ ধরনের সফরকে তারা কতো বড় হুমকি হিসেবে দেখে। এরইমধ্যে পাঁচ সদস্যদের নতুন একটি দল তাইওয়ানের মাটিতে পা রাখলো। এ নিয়ে দেয়া এক বিবৃতিতে মার্কি বলেন, এই নতুন সফর তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে আরও দৃঢ় করবে এবং এ অঞ্চলে স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিতে সাহায্য করবে। 
মার্কি’র দলে আরও রয়েছেন, ডেমোক্রেটিক দলের জন গারামেন্ডি, অ্যালান লোয়েন্থাল ও ডন বেয়ার এবং রিপাবলিকান দলের আউমুয়া আমাতা কোলম্যান। তারা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ-এর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাইওয়ানের পার্লামেন্টের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটির সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে কথা বলবেন তারা। এই দলটিকে তাইওয়ানে স্বাগত জানান দ্বীপটির পররাষ্ট্র দপ্তর। বেইজিং-এর সঙ্গে চলমান উত্তেজনায় সমর্থন দেয়ায় তারা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status