ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা মহারাজ-খাকা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি পেলেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন বাঁহাতি এই স্পিনার। মেয়েদের ক্রিকেটের সেরা হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।
২০২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার সেরাদের নাম ঘোষণা করা হয় রোববার। গতবারের বিজয়ীদের একজনও এবার জিততে পারেননি।
পুরস্কারের জন্য বিবেচিত সময়ে তিন সংস্করণ মিলিয়ে ৭১ উইকেট নিয়েছেন মহারাজ। এর মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট হ্যাটট্রিক, বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট শিকারের কৃতিত্ব। ব্যাট হাতেও তিনি খেলেন গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস।
ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও জিতেছেন মহারাজ ও খাকা।
ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ফাস্ট বোলার কাগিসো রাবাদা। সবশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইয়ানেমান মালান। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে প্রায় পঞ্চাশ গড় তার এই সংস্করণে, সেঞ্চুরি দুটি, ফিফটি চারটি।
টি-টোয়েন্টির সেরা এইডেন মার্করাম। এই সময়ে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৩৯১ রান সংগ্রহ তার।

বিজ্ঞাপন
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিনি উঠে আসেন তিন নম্বরে।
সমর্থকদের ভোটে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সীমিত ওভারের দলের মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার লরা উলভার্ট, টি-টোয়েন্টির সেরা সদ্য অবসরে যাওয়া লিজেল লি।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status