ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চেলসি-টটেনহ্যাম ম্যাচ ড্র

হাতাহাতি করে লাল কার্ড দেখলেন টুখেল-কন্তে

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

লন্ডন ডার্বিতে চেলসির মুখোমুখি টটেনহ্যাম হটস্পার। রোববার প্রিমিয়ার লীগের ম্যাচটি অনুমিতভাবে ছড়ায় উত্তেজনা। দু’বার লিড নিয়েও জয় পায়নি স্বাগতিক চেলসি। ম্যাচের যোগ করা সময়ের  গোলে হার এড়ায় টটেনহ্যাম। ২-২ গোলে পয়েন্ট ভাগ করে নেয় দু’দল। মাঠের বাইরেও উত্তাপ ছড়ায় ডার্বির দ্বৈরথ। দুই দফা ঝগড়ায় লিপ্ত হন চেলসি কোচ টমাস টুখেল এবং স্পার কোচ আন্তোনিও কন্তে। আর ম্যাচশেষে হাতাহাতি করে দু’জনই দেখেন লাল কার্ড।
রোববার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৯তম মিনিটে কালিদু কুলিবালির গোলে লিড নেয় চেলসি। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি টটেনহ্যাম। কাক্সিক্ষত গোল পেতে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সফরাকারীদের।

বিজ্ঞাপন
সমতাসূচক গোলটি করেন টটেনহ্যামের ডেনিশ মিডফিল্ডার পিয়েরে-এমাইল হয়বার্গ। গোলের পর আগ্রাসী ভঙ্গিতে চেলসির ডাগআউটের দিকে ছুটে যান স্পার কোচ কন্তে। তার দিকে এগিয়ে আসেন চেলসি কোচ টুখেলও। দুই কোচ ঝামেলায় জড়িয়ে পড়লে তাদের হলুদ কার্ড দেখান রেফারি। 
আট মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় চেলসি। এনগোলো কন্তের পাস পেয়ে রিস জেমসকে বাড়ান রাহিম স্টার্লিং। বাকি কাজটা সহজেই সারেন ইংলিশ রাইট ব্যাক জেমস। এই গোলের পর কন্তের সামনে দিয়ে দৌড়ে ছুটে যান টুখেল। টটেনহ্যাম কোচকে স্লেজিং করাই ছিল চেলসি কোচের লক্ষ্য।
ম্যাচের ফল যখন প্রায় নিশ্চিত, জয়োল্লাসের অপেক্ষা করছিল চেলসি, তখনই দৃশ্যপট পাল্টে দেন হ্যারি কেইন। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে কর্নারে হেডে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান ইংলিশ ফরোয়ার্ড।
শেষ বাঁশি বাজার পর আবারও মুখোমুখি হন টুখেল-কন্তে। হ্যান্ড শেক করতে গিয়ে আক্রমণাত্মক হয়ে পড়েন দু’জনই, জড়িয়ে পড়েন হাতাহাতিতে। বেগতিক পরিস্থিতি সামলে দুই কোচকেই লাল কার্ড দেখান রেফারি।
স্কাই স্পোর্টসকে টমাস টুখেল বলেন, ‘হাত মেলাতে গিয়ে যখন তার চোখের দিকে তাকালামÑ তার অন্য উদ্দেশ্যই ছিল (হ্যান্ড শেক নয়)। এটা প্রয়োজন ছিল না, ম্যাচে অনেক কিছুই অপ্রয়োজনীয় ছিল।’
টুখেলের দাবি, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তাদের দু’জনের। দলের জন্যই ছিল তাদের লড়াই। তবে রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত মানতে পারেননি টুখেল, ‘আমরা একে অপরকে অপমান করিনি, কেউ কাউকে আঘাতও করিনি। আমরা আমাদের দলের জন্য লড়ছিলাম। আমি অবাক হয়েছি যে, এই ঘটনার জন্য দু’জনই লাল কার্ড দেখেছি।’
টুখেল বলেন, ‘আমি মনে করি, যা হয়েছে তা আমরা উপভোগ করেছি। পরবর্তী সময় আরো বেশি মনোযোগ দেবো (খেলায়)। শুধু হাত মেলান আর সমস্যা ঝেরে ফেলুন। আমি আমার বেঞ্চে থাকবো, সে তার বেঞ্চে থাকবে।’
এমন উত্তেজনা ছড়ানো ম্যাচ নিঃসন্দেহে উপভোগ করেছেন স্ট্যামফোর্ড ব্রিজে উপস্থিত দর্শকরা। সেই কথাই হাসতে হাসতে মনে করিয়ে দেন টুখেল, ‘দুই বেঞ্চের (কোচদের) মধ্যে উত্তাপ ছড়িয়েছে, খেলোয়াড়দের মধ্যে লড়াই হয়েছে এবং দর্শকদের মাঝেও উত্তাপ ছড়িয়েছেÑ মৌসুমের শুরুতে এমন ম্যাচই তো আপনারা চান।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status