ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

তুরস্কে পদক নিশ্চিত আরচারিতে

স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

ইসলামি সলিডারিটি গেমসে গতকালের আগ পর্যন্ত সুখবর ছিল না বাংলাদেশের। জিমন্যাস্টিকস কিংবা অ্যাথলেটিকসে ফাইনালে গেলেও পদকবঞ্চিত থাকতে হয়েছে। আলী কাদের-ইমরানুর রহমানরা আশা দেখিয়েও সফল হতে পারেননি। তবে এবার পদক নিশ্চিত করেছে আরচারি। কোনিয়ায় আরচারির কম্পাউন্ড নারী দলগত বিভাগের ফাইনালে খেলবেন রুখসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান। স্বর্ণপদকের লড়াইয়ে আগামী ১৮ই আগস্ট তুরস্কের কোনিয়াতে লক্ষ্যভেদে নামেন তারা। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে ১০ জন আরচার অংশ নেন। ১০ জনের মধ্যে স্বাগতিক তুরস্ক ও বাংলাদেশের ৩ জন করে আরচার ছিলেন। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন ও ইরান দলে ৩জন আরচার না থাকায়, না খেলেই ফাইনালে ওঠে বাংলাদেশ। দুইয়ের অধিক দলে তিন জন করে আরচার না থাকায় ব্রোঞ্জ পদকের লড়াইও হবে না বলে জানা গেছে। 
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের রোকসানা আক্তার শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন।

বিজ্ঞাপন
৬০ তীর পর্যন্ত তিনি প্রথমে ছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি পঞ্চম হন। বাই পেয়ে কোয়ার্টারে ওঠেন। তার প্রতিপক্ষ তুরস্কের সেভিম। নারী ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে কোয়ার্টারে ওঠেন শ্যামলী রায়ও। কম্পাউন্ড এককে বাংলাদেশের আরেক আরচার জামান পুষ্পিতা প্রি-কোয়ার্টারে খেলবেন মালয়েশিয়ার হালিম নুরের সঙ্গে। সকালে অনুষ্ঠিত রিকার্ভ একক কোয়ালিফিকেশনে বাংলাদেশের তিন পুরুষ আরচার দ্বিতীয় রাউন্ডে ওঠেন। সুদানের আরচারকে বাংলাদেশের সাগর ইসলাম ৬-০ সেটে হারিয়ে এবং রোমান সানা ও আবদুল হাকিম রুবেল বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। আজ দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে শিষ্যদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক। এ জার্মান কোচ বলেন, ‘আমি সবসময় আশাবাদী মানুষ। এখানে এসেছি পদক জিততে, ভালো পারফরম্যান্স দেখাতে। প্রথম দিনে ছেলে-মেয়েদের খেলা দেখে আমার মনে হয়েছে আমরা সঠিক পথেই আছি। আজ একটি পদক নিশ্চিত হয়েছে। আগামীকাল (আজ) আরো পদক নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status