ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

সাফের আগে দুটি প্রস্তুতি ম্যাচ নারী দলের

স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

আগামী ৬ থেকে ১৯শে সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ দুটি খেলতে ঢাকায় আসার ব্যাপারে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে আরব আমিরাত। এখন আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে বাংলাদেশ। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, আগামী ২৯শে আগস্ট ও ১লা সেপ্টেম্বর ঢাকায় হবে ম্যাচ দুটি। গত জুনে মালয়েশিয়ার বিপক্ষে কমলাপুরের মেয়াদ উত্তীর্ণ টার্ফে দুটি ম্যাচ অনুষ্ঠিত হলেও আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন করতে চায় বাফুফে। এ ব্যাপারে মাহফুজা আক্তার কিরণ  বলেন, ‘ম্যাচ দুটি খেলার ব্যাপারে আরব আমিরাত রাজি হয়েছে। আমরা তাদেরকে চিঠি দিতে বলেছি। আশা করি দ্রুতই চিঠি দেবে তারা। বসুন্ধরার (কিংস অ্যারেনা) মাঠে ম্যাচ আয়োজনের চেষ্টা করবো, যদি না হয় তাহলে কমলাপুরেই হবে।’ নারী ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে আরব আমিরাত।

বিজ্ঞাপন
বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪৭তম। সাফের আগে ম্যাচ দুটি কাজে দেবে সাবিনা-কৃষ্ণাদের জানিয়ে দলটির কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘প্রতিটি টুর্নামেন্টের আগেই আমাদের প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকে। এবার মালয়েশিয়ার পর আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলতে পারলে পূর্ণ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে নামতে পারবো।’ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে ছোটন বলেন, আরব আমিরাত আমাদের কাছে অচেনা এক প্রতিপক্ষ। তাদের সর্ম্পকে আমরা তেমন কিছু জানি না। তারাও আমাদের সর্ম্পকে খুব একটা জানে না। এমন অচেনা প্রতিপক্ষের সঙ্গে খেলতে প্রস্তুতির ঘাটতি থাকে না।’ সর্বশেষ গত জুনে বাংলাদেশের মেয়েরা দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মালয়েশিয়ার বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে ৬-০ গোলে হারায় মালয়েশিয়াকে। দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এবারের সাফে অংশ নিচ্ছে সাত দেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ মুহূর্তে অংশ নিচ্ছে পাকিস্তান। এই সাত দেশকে দুই গ্রুপ ভাগ করে অনুষ্ঠিত হবে এবারের আসর। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রানার্সআপ নেপালের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। সাফের আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের। নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত সবশেষ আসরে নেপালের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status